,,,কুয়াশার আড়ালে লুকানো ঘটনা কুয়াশার চাদরে জড়ানো সকালের মোহনীয় রূপের মত নিস্পাপ, নিস্কলঙ্ক, নির্মোহ নয়,,,
আমি আমার স্বপ্নের কথাগুলো লিখে রেখে যেতে চাই, জানাতে চাই, বুঝাতে চাই। আমি থাকব না। কিন্তু আমার স্বপ্ন বাঁচবে হাজারো স্বপ্নের ভীরে, হাজারো মানুষের মাঝে। আমি ভাবব না, আমার ভাবনা ডানা মেলবে নতুন ঠিকানার খোঁজে।
আমি স্বপ্ন দেখি খুদার তাড়নায় কাঁদবে না আর একটি শিশুও, স্বপ্ন দেখি তীব্র শীতের হিংস্র আঁচড় পরবে না আর একটি শরীরেও।
শহীদ মিনারের উন্মুক্ত বেদীতে রাত কাটাবে না কোন হতদরিদ্র মানুষ। সোহরাওয়ারদি উদ্দানে বসবে না চাকরি খুঁজে বিফল হওয়া যুবকদের নেশার আসর।
আমি স্বপ্ন দেখি, স্বপ্ন আমায় সামনে এগিয়ে নেয়। স্বপ্ন দেখি চারপাশের সকল সৌন্দযের মাঝে আমার হয়েছে ঠাঁই। সেই সপ্ন অতি যত্নে মুছে দেয় আমার মনের বিকৃত, হিংস্র, নৃসংশ চিন্তা।
এস, স্বপ্ন দেখি। স্বপ্ন সব সময়ই তোমার-আমার থেকে অনেক বড়। যে স্বপ্নের সীমানায় কখনো যেতে পারব না, যে স্বপ্নের আকাশে ওঠা রংধনুর নীচে কখনো দাড়ানো হবে না, সে স্বপ্নই আমাদের নিয়ে যাবে সামনে। স্বপ্ন নামক মরীচিকার
পেছনে ছুটতে ছুটতে আমরা দেখব কিছু অদেখাকে, জানব কিছু অজানাকে, আমরা ছুটব নান্দনিকতার খোঁজে আর পেছনে পড়ে থাকবে সপ্নবাজ কিছু তরুনের উদ্দাম পায়ের ছাপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।