ময়ুরক্ষী নদীটাকে মিস করছি! অদম্য শক্তি, নব্য উদ্যেম, নব্য সমাজ সবই একই সূতোয় গাঁথা। জীবনের বাঁকে বাঁকে বাঁধাগুলো তখনই বাঁধা হয়ে দাঁড়ায় যখন তারুণ্যের শক্তি নিঃশেষ হয়ে আসে। আসলে নজরুল যথার্থই বলেছিলেন যে, তারুণ্য শুধুমাত্র বয়সের মধ্যে সীমাবদ্ধ নহে। অর্থাৎ মানসিকতাকে সর্বদা শক্ত অথবা অনঢ় রাখাকেই তারুণ্য বলা চলে। আমাদের সমাজে আমরা যারা তথাকথিত তরুণ সমাজ বলে দাবী করছি সেই আমাদের মধ্যে এই সমাজ গড়ার দায়িত্ববোধ ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে।
আমরা আমাদের চিন্তার জগৎটাকে শুধুমাত্র নিজের জীবনের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রাখার পক্ষপাত। অথচ সৃষ্টিকর্তা যে শুধু এজন্যই আমাদের প্রেরণ করেননি তা আমরা যে ধর্মমতেরই হই না কেন।
তবে কেন তরুণ সমাজ আজ নিশ্চুপ। সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে তার ফিরিস্তি অনেক লম্বা কিন্তু চেষ্টা করাটাও দায়িত্ববোধের অংশ। রাজনীতি; একটি অপছন্দনীয় শব্দ।
কিন্তু আসলে কি এটার ধর্মই খারাপ কিছু নাকি আমাদের বহমান সমাজের বদৌলতে। প্রশ্ন (?) রইল।
তবে কি আমরা পারি না সেই সমাজ গড়ার প্রচেষ্টায় অংশ নিতে। অপচন্দনীয়র খোলস পাল্টে রাজনীতিকে কি আমরা একটি আদর্শিক রূপ দিতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আসলে আমরা তা চাইছি না। কেননা, তাহলে তো আমি চাঁদা আদায় করতে পারব না, টেন্ডারবাজি করতে পারব না, অর্থ উপার্জ আর অনৈতিক ক্ষমতা ব্যবহার করতে পারবনা।
শুধু এজন্যই আমরা তা চাইছি না।
কিন্তু আজ সময় হয়েছে লক্ষ তরুণের জেগে উঠার। অতীতে বহুজন তরুণদের জাগতে বলেছিল, কিন্তু তারা জাগাতে পারেন নি। হয়ত আমার নামও সে দলে থাকবে তবে আমি আশা করতে পছন্দ করি। পছন্দ করি স্বপ্ন দেখতে।
আর তাইতো আমি স্বপ্নবাজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।