ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আজ সেই কলাপাতা রঙ্গা শাড়িটা পরবো গায়ে মাখবো দোলন চাপার ঘ্রান , কপালে দেবো সূর্য রাঙ্গা টিপ , ঠোঁটে সহস্র গোলাপ পাপড়ির আভা ! শুধু তোমার জন্য , তুমি এসে দেখে যাও, ক্যামন করে এক একটা একলা বসন্ত আমি আমার খোঁপার ভাজে জমিয়ে রেখেছি !! কোন এক ভরা পূর্নিমায় তুমি এসে আমার খোঁপার বাঁধন আলগা করবে! বুক ভরতি তৃষা নিয়ে ,উন্মাতাল আমি তোমার বুকের পাজরে নিজেকে লুকাবো ! তুমি পরম যত্নে লালন করবে আমায় ,আমার অস্তিত্ব কে ! উষ্ণতায় সকল সপ্ন গুলো লেপটা লেপটি করে , অনুভুতির সোনালি চাঁদরে আচ্ছাদিত হবো আমরা দুজন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।