ভালো নেই । এই বছরটা মনে হয় খারাপের মধ্যেই যাবে । দিন চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে তার মত করে । কে পারে তাকে বেধে রাখতে ? কেউ না । শুধু চলে যায় - অজানায় ।
আমরা হারাই আমাদের চলে যাওয়া দিনগুলো । কোন দিন সুখের, কোন দিন কষ্টের । কোনদিন একেবারে অন্যরকম । চলে যাওয়া দিনগুলো সময়ের স্রোতে ভেসে যায় । আমরা তাকে ভেসে যেতে দেই ।
পুরনোকে বিদায় জানিয়ে নতুন দিনের স্বপ্ন দেখি । নতুন দিনের ভাল স্বপ্নই আমাদের বাচিয়ে রাখে । জীবনকে করে তোলে স্বার্থময় এবং সার্থক । পুরনো দিন কষ্টের হোক বা সুখের হোক -ওটা চলে যাক । পুরনোকে সময়ের স্রোতে ভাসিয়ে দিয়ে নতুন স্বপ্ন দেখাটাই বড় কিছু ।
কীর্তিমানেরা সময়কে ব্যাবহার করতে জানে । নতুন দিনকে নিয়ে কীর্তিমানেরা মনে স্বপ্ন বাধতে জানে । আর জানে স্বপ্নকে নিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে স্বপ্নকে বাস্তবে রুপদান করতে । তাই কীর্তিমানের মৃত্যু হয় না । কীর্তিমান বেচে থাকে সকলের অন্তরে , চির জাগরুক হয়ে ।
সময়কে ব্যাবহার করে নিজের জীবনকে সাজিয়ে তোলাই বড় সার্থকতা । এর থেকে ভাল কী হতে পারে ? যে কিনা চলন্ত সময়কে নিজের কাজে সময়মত ব্যাবহার করতে পেরেছে । হারিয়ে যেতে দেয়নি অকালে ।
জীবন থেকে কিছু ভাল পেতে চাইলে সময়কে ব্যাবহার করা জানতে হবে । আর কখনোই ফিরে পাওয়া যায় না এরকম জিনিসের মধ্যে চলে যাওয়া সময়ও একটা ।
পুরনো দিন থেকে শিক্ষা নিয়ে নতুন দিনকে গড়ে তোলাই মহৎ লোকের কাজ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।