আমাদের কথা খুঁজে নিন

   

সময়কে আমি উল্টো পথে হেটে যেতে দেখেছি

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

১.সূচনার আগে মানুষের সবচেয়ে বড় বন্ধু একজন মানুষ যেমন তেমনি মানুষের সবচেয়ে বড় শত্রু ও একজন মানুষ । আর এই বাঙালি জাতির ক্ষেত্রে ? তা বলা বাহুল্য যে তা বলাই বাহুল্য । সক্রটিস বলেছিলেন মানুষের একটি মাত্র গুণ জ্ঞান আরেকটি মাত্র দোষ অজ্ঞতা ।

সক্রটিস খ্রিস্টপূর্বের মানুষ আর তদুপরি তিনি তার জীবতদ্দশায় কোন বাঙালি দেখেননি , সে বিষয়ে আমি নিশ্চিত । দেখলে এমন ভুল কথা তিনি বলতেন না । এদেশের জ্ঞানপাপীরা বরাবরই আমাদের পথভ্রষ্ট করেছে । দিকভ্রান্ত বাঙালিকে সোজা নরকের পথই দেখিয়েছে এবং এখনও দেখাচ্ছে । দিনের প্রথম আলোই যদি হলুদ আভা ছড়িয়ে আপনার চোখে সর্ষে ফুলের পরাগ রেণু মাখায় তবে বাকি দিনটা আপনি কি দেখবেন তা বলার অপেক্ষা রাখেনা ।

ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা এখনও সেই একই চক্রে ঘুরপাক খাচ্ছি । সেই একই নামতা পড়ছি , ডান-বাম-ডান... রবি গুরু আমরা কোনদিন মানূষ হবো না ?? আজীবন শুধু বাঙালি হয়েই থাকব ??? ২.সূচনার পরে সবাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে । আমরা আরো বেশী পণ্ডিত, বারবার আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে এসো নিজে করি অনুশীলনে মেতে উঠি । বারবার তাই একই ইতিহাসের সূচনা করি । সেই আইয়ুব-ইয়াহিয়া শাহী, জিয়া-এরশাদ এবং আবারো পথও চেয়ে বসে আছি .... মঈন বললেন , আমাদের পাকিস্তানের শিক্ষা কাজে লাগাতে হবে , কিভাবে তারা দুর্নীতিবাজ রাজনৈতিকদের বিচারের সম্মুক্ষীন করেছেন ।

তারপরও আমরা বুঝিনা কেননা আমরা পণ্ডিত । আমরা প্রথম আলোর সর্ষে ফুলই দেখি কেননা হলুদ রঙ আমাদের অতি পচ্ছন্দ । ৩.উপসংহারের আগে ১৯৭১ থেকে আজ ২০০৭ সাল । ছোট একটি পরিসংখ্যান । দেশে সেই অর্থে গণতন্ত্র ছিল ৩৬ বছরের মধ্যে ১৯ বছর ।

(ধরে নিচ্ছি)আর বাকি সময় আমাদের ত্রাণকর্তাদের হাতে । তারা দেশ চালিয়েছেন বাকি ১৬-১৭ বছর । রক্তাত ৭৫ এর পর তারা বললেন এই সরকার ব্যর্থ তাই দেশমাতার স্বার্থে বিশেষ করে আবাল বাঙালিদের তারা আমাদের অভিভাবক হয়েছেন । (বাচ্চালোক তালিয়া বাজাও , আমরা তালি বাজাই তুমুল উত্তেজনায় শিষ দিয়ে উঠি) । সেই উত্তেজনার মাসুল গুনি মাত্র ১৬-১৭ বছর ।

এসময় আমরা শিখি বহুদলীয় গণতন্ত্র যেজন্য জন্ম নেয় আরো দুটি রাজনৈতিক দল । আমরা ব্লাডি সিভিলিয়ানরা আরো শিখি ডান-বাম-ডান..... ৪. তাহলে এবার উপসংহারের পর...? আমাদের গণতন্ত্রর বয়স মাত্র টানা ১৫ বছর । এই ১৫ বছরে আমরা কত পিছিয়ে পড়েছি !!। আমরা ডান-বাম-ডান ভুলে গেছি , কত অসভ্যতা চারিদিক কত অন্যায়-অনাচার । রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত !! আরো কত কি ?? তাহলে বলুন তো সেই ১৬-১৭ বছরে কতটুকু দুর্নীতি হয়েছে ?? শূণ্য শতাংশ নিশ্চয়ই ।

দিনের প্রথম আলো গণতন্ত্রর বয়স ১০ না হতেই বলতে শুরু করল এদের দিয়ে চলবেনা চাই নতুন দল-মাল ...আবারো আমরা উত্তজনায় শিৎকার দেই !! আবারো হাতের আস্তিন গুটিয়ে প্রস্তুতি নিতে থাকি ডান-বাম-ডান.... দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত-স্বেচ্ছাচারী বেতনভুক্ত কুকুরদের পা চাটতে আমরা কতটা ব্যগ্র যেমন ব্যগ্র আমাদের মতি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.