আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাঙ্কের চাকুরী করা কি হারাম না হালাম? – একটি ধর্মীয় জিজ্ঞাসা।

সামুতে আসলাম অনেকদিন পর। আসতে চাইছিলাম না, কিন্তু আসতে বাধ্য হলাম। কারণ সামু এমন একটা জায়গা যেখানে অনেক প্রশ্নের অনেক বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া যায়,আবার সেইসাথে অনেক উপদেশ ও পাওয়া যায়। আজ পর্যন্ত আমার যত জিজ্ঞাসা ছিল সবই আমি এই সামু থেকে পেয়েছি। এজন্য সামু আর তার ব্লগারদের ধন্যবাদ।

আসলে একটা ব্যাপার কি, সামুতে যতই বিভেদ থাকুক না কেন, কেউ সাহায্য চাইলে ব্লগাররা কখনো কাউকে খালি হাতে ফিরতে দেন না, এজন্য তেনাদের সবাইকে আবার আমার তরফ থেকে সালাম,নমস্কার জানাই, সেই সাথে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবার আমার সমস্যায় আসি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, যদিও আমার কোর্ট এ যেতে খুব ভালো লাগে না, তাই আমি সেখানে খুব নিয়মিত যাই না। অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন? উত্তর হল, সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে ১০০ টাকার জন্য সিনিয়র এর কানে মাছির মত ভ্যানভ্যান করতে হয়, বসে থাকতে হয় অনেকক্ষন। ১০০ টাকার জন্য এভাবে বসে থাকতে থাকতে নিজেকে আর শিক্ষানবিশ আইনজীবী মনে হয় না, মনে হয় আমি কোন দিনমজুর শ্রমিক।

বসে থাকতে আমার কোন আপত্তি ছিল না, যদি ব্যাবহার তা একটু তেনাদের ভালো হত, সবাই হয়ত এক না, কিন্তু আমি যাদের নীচে কাজ করছি তাদের ব্যাবহার এর কথা আর কি বলব, শুধু চোখে পানি এসে যায়। আর মোড়ালিটির অনেক ব্যাপার আছে। আমি চোখের সামনে যখন মিথ্যা কে অবলিলায় সত্য আর সত্য কে মিথ্যা হতে দেখি আর দেখি ক্লায়েন্টের বিপদের ফায়দা উঠাতে তখন মনে হয় এইধরনের জবে আসার ছেয়ে না আসা অনেক ভালো। আমার পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে, এজন্য আমি এই ব্লগের তথা সমগ্র বাংলাদেশের আইনজীবীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাই যে একরকম তাও না।

আসলে অই ক্ষেত্র তা আমার জন্য না। এই কারনে আমি আমার কাজের ক্ষেত্র পরিবর্তন করতে চাইছি। আমি জানতে চাইছি যে, ব্যাঙ্কে চাকুরী করি কি হারাম না হালাল? এখানে একটা ব্যাপার আমাকে উল্লেখ করতে হচ্ছে যে বিগত ৩ মাস যাবত আমি বেকার। আমার একটা সুযোগ এসেছে ম্যানেজমেন্ট ট্রেনই অফিসার হিসেবে একটা বেসরকারি ব্যাঙ্কে। এছাড়া আমার হাতে আর কোন অপশন নেই।

ব্লগের ধার্মিক ভাইয়েরা যদি আমাকে উত্তরটা ধর্মের আলোকে দিতেন তাহলে খুব ভালো হয়। পরিশেষে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.