আমাদের কথা খুঁজে নিন

   

কোকিল তুমি কোকিল থাকো, মানুষ হয়ো না

'কুহু', 'কুহু' । শহরের যে প্রান্তে আমার বাস প্রায়শঃই শুনি। কংক্রিট জঙ্গল ভরা বিটকেল শহরে কিসের মোহে কোকিল ! নাকি ও খুঁজে ফিরছে বিশেষ কোন কোকিলা। যে কোকিলা হবে বিউটিপার্লারে টানটান অবয়ব, বোধে উত্তর আধুনিকতার প্রলেপ মেখে যার শরীর ছড়াবে নাগরিক খুশবু । চোখ ঝলসানো কনজুমার ড্রাইভেন সোসাইটিতে যাকে হতে হবে লোভনীয় মডেল।

! আমি পাখি বিশারদ নই, পাখি সমাজ বিষয়ে বিশদ কিছুই জানি না। তবে জানতে ইচ্ছে করে, প্রকৃতির সবুজ সমারোহ ছেড়ে কিসের নেশায় কোকিলেরা আজ শহরমুখী ! কিংবা গোপন কোন অভিমান বুকে পোষে ভুল করে কোকিল এসে পড়েছে এই অসভ্য নগরে !! কোকিল, দোহাই লাগে তুমি ফিরে যাও। শহরের চক্রে পড়ে মানুষের মতোন হয়ে পড় না আত্মঘাতি। তোমার গ্রামের সেই শিরীষ শাখায় পাতার আড়ালে দোল খাও.. প্রাণ খুলে গেয়ে উঠো কুহু, কুহু । মায়াবী কোকিলারা নেচে বেড়াবে তোমার চারপাশ।

ভালবেসে অকৃত্রিম আবেগে ওরা তোমার সুরে সুর মেলাবে, কুহু.. কুহু..কুহু । কোকিল তুমি কোকিল থাকো, মানুষ হয়ো না। শহরের দূষিত বাতাসে, দূষিত আবহে মানুষেরা ক্রমশঃ হয়ে পড়েছে যে অমানুষ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.