আমাদের কথা খুঁজে নিন

   

কোকিল ডাকে বাড়ির পাশে

কোকিল ডাকে বাড়ির পাশে
বউ কথা কও দূরে
শালিক বসে ফোনের তারে
সদর রাস্তার মোড়ে ।

ফিঙে নাচে গাছের ডালে
চড়ুই বুনে বাসা
মাছরাঙা রয় খেলার ধ্যানে
মাছের সাথে পাশা ।

কা কা রবে কাক উড়ে যায়
ডানা মেলে চিল
দল বেঁধে যায় আকাশ নীলে
পুবের বলক বিল ।

দোয়েল খুঁজে পিপীলিকা
ঝোপে বাঁধা বাসা
বুলবুলি যায় ফুল থেকে ফুল
মধু খাবার আশা ।

পাখ-পাখালি বাসা ছাড়ে
সূর্যউঠা ভোরে
খাবার যোগাড় করতে সবাই
ঘর থেকে রয় দূরে ।

পাখি ছানার গন্ধ পেয়ে
বিরাট একটি সাপ
বাসায় উঠে হামলা করে
ছানা খেয়ে সাফ ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.