আমাদের কথা খুঁজে নিন

   

হায় !! বাঙালি নামের কি বাহার !! মডারেটরগন খেয়াল করবেন কি ?

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে আমি সামুর পাঠক অনেক দিনের কিন্তু সামুর খাতায় নাম লেখালাম মাত্র কিছুদিন আগে যদি ও এখনো সেফ হই নাই... একটা জিনিস অনেক দিন ধরে দেখছি ব্যাপারটা খুব খারাপ লাগলো, বর্তমানে “somewhereinblog.net” একটি জনপ্রিয় বাংলা ব্লগ যেই স্থান হতে বিভিন্ন মিডিয়া, সরকারী ,বে-সরকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার তথ্য উপাত্ত সংগ্রহ করে । সামুর মডারেটর ভাইয়েরা অনেক নিয়ম কানুনের কথা বলছে নিরাপত্তার কথা বলে কিন্তু সামুতে ৬০% থেকে ৭০% সদস্য যাদের নিক নেম বিভিন্ন উদ্ভট ধরনের, যা খবর প্রকাশের সচ্ছতা কে কি খবর দাতার পরিচয় গোপন করে না ? আমার মডারেটর ভাইদের কাছে আকুল আবেদন, আপনাদের প্রচলিত নিয়ম এর সাথে সাথে সত্যিকারের নাম ব্যাবহারের প্রথা চালু করা হোক তাতে যেমন লেখক পাঠক সবাই সবাই কে চিনতে পারলো এবং তদের কোয়ালিটি সম্পর্কে জানাজানি হল, ব্যাপারটা কেমন হবে বলবেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.