আমাদের কথা খুঁজে নিন

   

হায় বাংলাদেশ ! হায় পরিবহণ ব্যবস্থা !

"অতি অপরিচিত " বাংলাদেশে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের দূরত্ব খুব বেশি নয় । যাতায়াতের প্রধান মাধ্যম সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে বাস । কিন্তু এটা কি হওয়া উচিৎ ছিল ? আমরা বাস এর উপর এতো নির্ভরশীল হয়ে পড়লাম কেন ? কারন আর কিছুই না এদেশের নোংরা রাজনীতি । যদিও রাজনীতি বিষয়ে নতুন করে কিছুই বলার নাই , তবুও আজ কিছু কথা না বলে পারছিনা । স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে এদেশের যোগাযোগ ব্যবস্থা এই পর্যায়ে এসেছে ।

ট্রেন যোগাযোগ স্বাধীনতার পূর্বেও যেমন জনপ্রিয় ছিল এখনো তেমন জনপ্রিয় আছে । এই কথা শুনে হয়ত অনেকেই চোখ কপালে তুলে বলবেন এই ছেলে বলে কি ?ট্রেনে কেউ যায় নাকি ? ট্রেনের তো টাইম টেবিল এরই ঠিক ঠিকানা নেই । কিন্তু একটু ভাল ভাবে ভেবে দেখুন তো , এমন কি হবার কথা ছিল ? স্বাধীনতার এতো যুগ পরেও ট্রেন যোগাযোগের খুব কি উন্নতি হয়েছে ? সরকার কি চাইলে এই খাতের সকল অনিয়ম দূর করতে পারতনা ? অবশ্যই পারত । এটা কোন ব্যপার ছিলনা তাঁদের জন্য । কিন্তু তাঁরা এটা করে নাই কেন ? কারন তাঁরা যে রাজনীতি করে সেটা দেশ সেবার রাজনীতি না , সেটা ব্যবসার রাজনীতি ।

তাঁরা রাজনীতিবিদ হয় দেশের সেবা করতে না , নিজেদের পকেট ভারী করতে । তাঁরা নিজেরাই যখন পরিবহন ব্যবসা শুরু করে , তখন ট্রেন যোগাযোগ উন্নত হয় কিভাবে বলুন ? কিন্তু ট্রেন , এখনো টিকে আছে কিভাবে ? সাধারণ মানুষ গুলোর জন্যই ট্রেন কে পুরোপুরি মারতে পারেনাই কোন সরকার । না হলে কবেই এর মৃত্যু ঘটে যেত পুরোপুরি ভাবে । এখন বলি কেন ট্রেন বাংলাদেশের জন্য উপযুক্ত । প্রথমত , যাতায়াত এর ক্ষেত্রে নিরাপত্তা একটা প্রধান বিষয় ।

সময় এর ব্যাপারটা আসবে এর পরই । সবশেষে আসবে স্বাচ্ছন্দ্য । এই ৩ টা জিনিসের ই প্রকৃত সমন্বয় একমাত্র রেল যোগাযোগেই সম্ভব । কিন্তু না , সরকারের চোখে তো এই বিষয়টা আসবেনা । তাঁরা যে ব্যবসা করতে এসেছেন ।

আমরা হাজার গলা ফাটিয়ে মরে গেলেও তাঁদের কিছুই আসবে , যাবেনা । তাঁদের সমস্ত মনোযোগ সড়ক পথে । কারন প্রতিবছর সড়ক সংস্কার এর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ তাঁরা ছাড়তে চাইবে কেন ? সড়ক পথে পরিবহণ ব্যবসা চালানো যাবে , রেল পথে তো তা আর সম্ভব না । কাজেই রেলে মনোযোগ দিব কেন ? আজ প্রথম আলোর শিরোনাম দেখলেই বুঝবেন , কিভাবে মানুষের সাথে এরা ধোঁকাবাজি করে চলেছে । মানুষ পুরোপুরি জিম্মি এসব রাজনীতিবিদ নামধারী ব্যবসায়ীদের হাতে ।

ব্রিজ , সেতু ,রাস্তা এগুলো প্রতিবছর ভাঙবে আর প্রতিবছর এদের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবসা করেবে । এই হল দেশের অবস্থা । অথচ সরকার যদি রেল পথে গুরত্ত দিতো আর সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করত , মানুষ রেল যোগাযোগকেই বেছে নিত । আজ অনেক জায়গায় আর বিআরটিসি বাস চলেনা , চলতে দেওয়া হয়না । কারন এসব চললে যে এইসব ব্যবসায়ীদের ব্যবসা ঠিক মত হয়না ।

এইভাবে আর কতদিন আমরা জিম্মি হয়ে থাকব ? নিজেদের ভাল নিজেরা কি আমরা বুঝতে শিখবনা ? দয়া করে সচেতন হউন । নিজেদের অধিকার নিজেরাই রক্ষা করতে একতাবদ্ধ হউন । । এই বাংলাদেশ আমাদের ই দেশ অথচ আমরা নিজেরাই এমন লোকদের হাতে ক্ষমতা দেই যারা আমাদের লুটে নিচ্ছে প্রতিনিয়ত । নেতা হওয়া মানেই যে সমাজে লুটেরা আর ডাকাত হবার সামাজিক অনুমোদন পাওয়া , সেই সমাজ আমি চাইনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.