গরমে তরমুজ ভালো লাগে.
হেফাজতে ইসলাম ঘোষিত সেই ১৩ দফা দাবি বাস্তবায়নে আবার ঢাকার মতিঝিলে ১৫ নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে । এছাড়া এই মাসের ৭ তারিখে সিলেটে ও ৮ তারিখে খুলনায় সমাবেশ করবে দলটি ।
ছয় মাস আগের ঘটনার রহস্য এখনও গিঁট টিলে নাই । পুলিশ বলেছে ৭/৮ জন মারা গেছে । আর হেফাজত বলেছিল ৩ হাজার।
অধিকার ৬০ জন বলেছিল । অধিকার তালিকা দিলেও হেফাজতের তালিকা প্রকাশ করা হয়নি। যা খুবই বিব্রত কর অবস্থার সৃষ্টি করে ছিল।
দেশের এই অবস্থায় আবার যদি ঐ রকম একটা ভয়াবহ ঘটনা আবার ঘটে তার দায় কে নিবে ?
২ টা টিভি চ্যানেল এখন ও বন্ধ আছে । হেফাজতের নেতাদের এখনও গ্রেফতার করা হচ্ছে এখনও ।
পুলিশ ঐ ঘটনাকে হেফাজতের নাশকতা বলে । আর হেফাজত বলে অন্য এক ভায়াবহ কথা । সেই ঘটনায় আহত অনেকেই এখনও পুরোপুরি সুস্থ হয়নি যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও আছে ।
দুই টা কথা মনে হচ্ছে্---
১ম, ৫ মে শাপলার সমাবেশে হেফাজতের অনেক লোক মারা গেছে । তাই ইসলাম রক্ষার সেই দাবি আদায় ও সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আবার সমাবেশ একই স্থানে ।
২য়, বিরোধী দলের সাথে হেফাজত আন্দোলনের একাত্মতা ঘোষণা করা যা বর্তমান সরকারকে আরও চাপের সম্মুখীন করবে। এবং তাদের দাবি আদায় সহজ হবে ।
তবে দিনে দিনে রাজনীতির ময়দান খুবই কঠিন হয়ে যাচ্ছে । কোনো ফর্মুলা আর যেন কাজে আসছে না । বিশাল এক বিপর্যয় না হলে এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি না ।
যদিও সমস্যা চিরকাল থাকবে না । একটু সময় লাগবে আরকি । । আর কি হতে যাচ্ছে তা নিয়ে অনেকেই অনেক কথা বলেন ।
তবে দেশ ও দেশের উন্নতি ও কল্যাণের জন্য যা হলে ভালো হয় তাই আমাদের প্রত্যাশা ।
এর বিপরীত কোন সমাধান আমরা চাই না ।
কি হয় দেখার অপেক্ষায় থাকলাম!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।