আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় হায় !!! নতুন স্টাইলের চাঁদাবাজি



সিলেটে ভিক্ষুকদের সতর্কবার্তা সিলেট অফিস: ‘ভিক্ষা চাওয়ার পর কোন ভিক্ষুককে ‘মাফ করো’ বললে তার কারণ জানতে চাওয়া হবে। যুক্তিসঙ্গত কারণ দেখালে মাফ করে দেয়া হবে। ’ এই সিদ্ধান্ত নিয়েছে ‘বৃহত্তর সিলেট ভিক্ষুক কল্যাণ সমিতি’ নামে সিলেটের একটি ভিক্ষুক সংগঠন। শুধু তাই নয়, সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে কমপক্ষে দুই টাকার নিচে কোন ভিক্ষুককে ভিক্ষা দেয়া হলে ভিক্ষুক তা গ্রহণ করবে না। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ই নভেম্বর সংগঠনের এক সভায় সিদ্ধান্ত হয় সমিতির পরিচয়পত্র ছাড়া কোন ভিক্ষুক সংগঠনের এলাকা বৃহত্তর সিলেটে ভিক্ষাবৃত্তি করতে পারবে না। স্বল্পমূল্যে সংগঠনের সভাপতির কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করতে সব ভিক্ষুকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। অথচ সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডা. আফতাব উদ্দিন আহমদ জানিয়েছেন, কোন সংগঠনের এ রকম সিদ্ধান্ত নেয়ার কোন এখতিয়ার নেই। ভিক্ষুকরা তাদের ইচ্ছামতোই ভিক্ষা করবেন। তবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. হাবিবুর রহমান মানবজমিনকে জানান, ভিক্ষুকদের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এই সংগঠনটি তাদের কল্যাণের জন্যই গঠন করা হয়ছে। তবে এই সংগঠনের কোন সরকারি রেজিস্ট্রেশন নেই বলে তিনি জানান। এছাড়া সংগঠনটি ভিক্ষুকদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে। পরিচয়পত্রের জন্য নির্ধারিত ফি দিতে হবে প্রত্যেক ভিক্ষুককে। আর এই সংগঠনের পরিচয়পত্র ছাড়া কোন ভিক্ষুক বৃহত্তর সিলেটে ভিক্ষা করতে পারবে না বলে সংগঠনটি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমিতির এক সাধারণ সভা গত ১৫ই নভেম্বর সিলেট নগরীর কদমতলীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. হাবিবুর রহমান। ’ এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, যে সংগঠনের কোন রেজিস্ট্রেশন নেই, সে সংগঠন এ রকম কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখতে পারে না। সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম বলেন, প্রশাসনের কাছে এ রকম কোন অভিযোগ আসেনি।

এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এসএমপি কমিশনার ডা. আফতাব উদ্দিন আহমদ বলেন, এট নিছক বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। তারা কোনভাবে এ রকম সিদ্ধান্ত নিতে পারে না। অনেক ক্ষেত্রে এটা চাঁদাবাজির চেয়েও মারাত্মক। প্রমাণ পেলে তাদের গ্রেপ্তার করবে পুলিশ।

সুত্র: মানবজমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.