তাশফী মাহমুদ এটা এক ধরনের illusion ....আপনি আপনার কম্পিউটারের সামনে সিটে বসে থেকে যদি ছবিটা দেখেন, আপনার মনে হবে ,বাম দিকের জন রাগী আর ডানদিকের জন শান্ত...কিন্তু আপনি সিট থেকে উঠে ৮ ফিট দূর থেকে দেখেন,দেখবেন , ডানদিকের জন রাগী আর বামদিকের জন শান্ত ......জীবন সম্বন্ধেও কথাটা সত্য ...আমরা যা দেখি বা যা মনে করি তা সবসময় ঠিক নাও হতে পারে......যেটা করা উচিত সেটা হল একটু দূরে গিয়ে দেখা বা বিষয়টা নিয়ে অন্যেরা কি চিন্তা করছে তা যাচাই করা ... ব্যাপারটা মজার না !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।