বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । বাংলাদেশের একটি ছাত্র হোস্টেল। কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে সবাইকে চলতে হয়। হোস্টেল-সুপারের মেজাজ-মর্জি সব সময় এত গরম থাকে যে, কখনো যম না দেখলেও হোস্টেলের সব ছাত্র জমের মতই ভয় পায়।
সর্বমোট ১০০ জন ছাতো থাকে সেই হোস্টেলে।
একদিন সকালে সকল ছাত্রকে হোস্টেল সুপারের কাছে ডাকা হল। কী এমন কারণ যে হঠাৎ জরুরী তলব। সকলেই ভয়ে সুপারের সামনে উপস্থিত হল সাত-সকালে। এর মধ্যে নিজেদের মাঝে ফিসফিস করে জানার চেষ্টা করছে বিষয়টি। কিন্তু কেউ জানে না।
এমন কি অনুমানও করতে পারছে না। কিছুক্ষণ পর হোস্টেল সুপার এসে উপস্থিত হলেন।
হোস্টেল সুপার (গম্ভীর মুখে): তোমাদেরকে একটি জরুরী বিষয় জানানোর জন্য ডেকেছি। তা হলো, কিছুদিন থেকে প্রায় রাতেই আমার রুমে কেউ একজন বিনা অনুমতিতে প্রবেশ করছে।
৯৯ জন ছাত্র: হায় হায়... এটা কি শুনলাম!
১ জন ছাত্র: হি হি হি...!
হোস্টেল সুপার(গম্ভীর মুখে) : প্রচলিত অর্থে অনুপ্রবেশকারীকে চোর বলা না গেলেও কাজটি তোমাদের মাধ্যেই কেউ একজন করেছে বলে আমার মনে হয়।
৯৯ জন ছাত্র: হায় হায়... এটা কি শুনলাম!
১ জন ছাত্র: হি হি হি...!
হোস্টেল সুপার(গম্ভীর মুখে) : তবে টাকা পয়সা কিছু চুরি যাচ্ছে না। অনুপ্রবেশকারী কেবল আমার শ্যাম্পেনে বোতলটা খালি করে রাখে প্রতিবার।
৯৯ জন ছাত্র: হায় হায়... এটা কি শুনলাম!
১ জন ছাত্র: হি হি হি...!
হোস্টেল সুপার(গম্ভীর মুখে) : এমনকি গত রাতেও সে আমার রুমে ঢুকেছিল।
৯৯ জন ছাত্র: হায় হায়... এটা কি শুনলাম!
১ জন ছাত্র: হি হি হি...!
হোস্টেল সুপার : এবং আমার খাটের নিচে মেঝের এক কোনায় রাখা শ্যাম্পেনের বোতলের অর্ধেকটা সাবাড় করে দিয়েছে সে।
৯৯ জন ছাত্র: হায় হায়... এটা কি শুনলাম!
১ জন ছাত্র: হি হি হি...!
হোস্টেল সুপার(হাসি মুখে) : তবে একটা মজার খবর আছে।
বোতলটাতে শ্যাম্পেন ছিল না। আজ ভোরে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার কথা ছিল আমার। তাই কাল রাতে ঘুমুতে যাওয়ার আগে বোতলটাতে প্রস্রাব করে রেখেছিলাম পরীক্ষা করানোর জন্য !
৯৯ জন ছাত্র: হি হি হি হি.......... হি হি হি হি........... হি হি হি.......... !
১ জন ছাত্র: হায় হায়... এটা কি শুনলাম ?
-বিদেশী রম্য লেখাটি সংগ্রহীত। সামান্য সম্পাদন করা।
## বর্তমানে আমার দেশের অবস্থা এমন।
জনগণ এখন বলে হায় হায়...এটা কি শুনলাম!
আর নেতারা : হি হি হি হি..........!
কিন্তু যেকোন সময় উল্টে যেতে পারে তখন আমরা করবো
হি হি হি হি.......... হি হি হি হি........... হি হি হি.......... !
আর নেতারা, হায় হায়... এটা কি শুনলাম ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।