ব-দ্বীপ মানে বদ্ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। আগে স্কোরকার্ড দেখেন বাংলাদেশ ৩৬৩/৭ সৌম্য সরকার ২০৯, বল ১৩৫ চার ২৭ ছয় ৮ কাতার ৩৫/৯ (অল আঊট, একজন এবসেন্ট) বোলিংঃ আবু হায়দার ৫.৪ ওভার, ১ মেডেন, ৯ রান, ৯ উইকেট একজন এবসেন্ট,নাইলে ঐটাও নিত। বাংলাদেশ ৩২৮ রানে জয়ি প্লেয়ার অফ দ্যা ম্যাচঃ উপরের দুইজনই এইরকম খেলা যদি আরো খেলতে পারে তাইলেই কেল্লাফতে। চালায় যাও ভাইয়েরা, শুধু একটা রিকু, দুইটা পয়সা আর ফ্ল্যাটের মুখ দেইখা নিজেরে হ্যাডম ভাইবা ক্রিকেট ক্যারিয়ারটা শেষ কইরো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।