আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
হায় হায় এইটা কি কয় রলিন এই ছেলের কপালে বিশাল দু:খ আছে এখন দেখা যাবে এই ছেলে ২১ শে আগস্টেও হ্যাকিং করে বোমা মারছে ছাএলীগের মাথা হ্যাকিং করে আকথা কুকথা ডুকায় দিছে হাবিজানি। মাথামোটা সরকারী কর্মকর্তারা যে কি বুঝে আল্লায় জানে।র্যাবেরএক কর্মকর্তা বলছে এই্ ছেলে হ্যাকিং জানে !!!!!!মনে হয় হ্যাকিং কোন বিশাল অপরাধ আইটির সাথে সংলিষ্ট সবাই হ্যাকিং জানে আমিও তো হ্যাকিং জানি তাহলে কি আমি ও অপরাধি আমিও জেলে !!!!!!!!এবার আসল খবর পড়েন
ফেইসবুকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে গ্রেপ্তার মাহাবুব আলম রডিনকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
হেফাজত আবেদনের উদ্ধৃতি দিয়ে আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার শাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামী রডিন আইটি প্রযুক্তিতে অভিজ্ঞ এবং সরাসরি সাইবার ক্রাইমে জড়িত ।
রডিনের বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও জালিয়াতির মাধ্যমে একাধিক পাসপোর্ট রাখার অভিযোগে সূত্রাপুর থানায় তথ্য ও প্রযুক্তি আইন ও পাসপোর্ট আইনে রোববার এ মামলা করেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মাহাবুল হক।
শনিবার র্যাবের একটি দল রাজধানীর র্যাংঙ্কিং স্ট্রীট থেকে রডিনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজের খবর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।