ধুমপানে বিষপান
কয়দিন আগে একটা বাংলা সিনেমার গান শুনেছিলাম! সেই গানের কথা আর ছন্দগুলো অনেকটা এরকম:
আকাশে বাতাসে কি যে আনন্দ
দরজা জানালা সবই বন্ধ
তোমার গায়ে বিড়ির গন্ধ
সবকিছু মিলিয়ে লাগে না মন্দ!
নদী জল টলমল
রসে ভরা রসকমল
তুমি আমার মনের বল
চল চল চল চল চল!
বল বল বল বল বল!
যৌবন জ্বালা কত যে ভালা
আমি দ্লা তুমি কালা
ভাসিয়ে দিয়ে কলার ভেলা
চলনা করি আদিম খেলা!
আর বলা ঠিক হবে না! সিনেমার গানের সাথে দৃশ্যও কিন্তু চমৎকার, যেমন গানের কথা তেমন তার চিত্রায়ন! সবই ফাটাফাটি! মাশাল্লাহ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।