নিশ্চুপ এক ব্লগার, ব্লগার না ঠিক, পাঠক বলাই ভাল, যে সারাক্ষন ই ব্লগে থাকে শুধ ব্লগ পড়ার জন্য। সূচনা ঃ দুই হাতের উপর সাদা গোলাপের একটা পাপড়ি, প্রথম অনুভূতি কাউকে ভালো লাগার, বুনো বাতাসে উড়তে থাকা শাড়ীর আচল, প্রথম লজ্জা তার দিকে তাকিয়ে থেকে তার চোখে চোখ পড়ার, সদ্য ঘুম থেকে ওঠা কিশোরীর বিষন্ন মুখ, প্রথম তোতলামী তার সাথে কথা বলার, সরিষা ক্ষেতে কুয়াশার চাদর, তাকে প্রথম মনের কথা বলার সময় হার্ট-বিট বন্ধ হয়ে আবার পাগলা ঘোড়ার মত ছুটে চলা....... বিপ্লব ঃ শান্ত স্নিগ্ধ পুকুরের জল, প্রথম দেখতে পাওয়া নীরব সম্মতিতে অবনত তার লজ্জামাখা মুখ, তীব্র শীত উপেক্ষা করে খোলা মেঠো পথে বন্ধুদের সাথে হেটে চলা, তার চোখের দিকে মগ্ন হয়ে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলা, শেষ রাতে খেজুর গাছের নীচে দাড়িয়ে খাওয়া খেজুরেরর রস, প্রথম স্পর্শ, প্রথম হাতে হাত রেখে ক্ষনে ক্ষনে কেপেঁ ওঠা........... উপলব্ধি ঃ তীরের উপর আছড়ে পরা সমুদ্রের কান্না, সদ্য জন্ম নেওয়া ভালোবাসার প্রথম অভিমান, পাহারের চুড়ায় ভরা পূর্ণিমার চাঁদ, গাল ফুলিয়ে চোখ ভিজিয়ে বসে থাকা মানুষটার অভিমান ভাঙ্গানোর প্রয়াস, মাঝ নদীতে বসে আকাশের অজস্র তারার মাঝে হারিয়ে যাওয়া, তার ভালোবাসার চোখের জল হাতের উপরে নিয়ে নিজের প্রতিচ্ছবি খুজতে থাকা......... প্রাপ্তি ঃ আষাঢ়ের ঝুম বৃষ্টি, হাতে হাত রেখে পুকুর পারে বসে ঐ বৃষ্টিতে ভেজা, খন্ড খন্ড মেঘের যুদ্ধ আর তীব্র গর্জন, অভিমান, ঝগড়া, শুন্যতার অনুভূতি আর হারিয়ে ফেলার ভয়, নদীর বুকে বৃষ্টির উন্মাতাল নৃত্য, অবাক বিস্ময়ে অদ্ভুত শিহরণে নিজেকে উজার করে দেওয়া সেই প্রথম চুম্বন.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।