আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ঝির ঝির শ্রাবনের মত ছেয়ে থাকতে তোর হৃদয়
বিন্দু বিন্দু হয়ে মিশে যেতে চেয়েছিলাম তোর হৃদয়ে।
শীতল বাতাস হয়ে তোর চুলের দোলনায়
দুলতে দুলতে, ভুলতে ভূলতে সকল ব্যথা
আকার থেকে নিরাকার হয়ে মিশে যেতে চেয়েছিলাম তোর আবেগে।
তোর চোখে চলে এ চোখের স্বপ্ন খেলা
তোর চোখে চেয়েই পার হয় এ চোখের বেলা
সে চোখে বীষ হলো এ চোখ, স্বপ্নগুলো বদলে গেল
হয়ে গভীর শোক। ভালবাসার ভাল লাগায়, প্রকৃতির বিনে বাধায়
সিন্ধু সিন্ধুতে মিশে যেতে চেয়েছিলাম তোর হাত ধরে
বিন্দু বিন্দুতে মিশে যেতে চেয়েছিলাম তোর মন পরে
ঝির ঝির শ্রাবনের মত করে অবিরাম, ঝির ঝির
চিকন চিকন বৃষ্টি হয়ে তোর চুল বেয়ে নেমে যেতে চেয়েছিলাম
তোর হৃদয়ে, ভালবাসার ভাল লাগায়।
তোর হাতে দিয়ে হাত, মুছে ফেলেছিলাম ইনসুরেন্সের আশংকা
জীবন ডিপোজিট দিয়েছিলাম তোর হাতের পুরজায়, বিন্দু বিন্দু
কের বিকিয়ে দিয়েছিলাম নিজেকে তোর আবেগের দামে
রুহুকে পোষ্ট করেছিলাম তোর নামে সাদা খামে, ভাবিনি
তোর ঠিকানা সঠিক ছিল কিনা বেঠিক, ভালবেসেছিলাম
তোর চোখের সেই কাজল কাল গভীর রেখাকে, বিন্দু বিন্দু হয়ে
মিশে যেতে চেয়েছিলাম তোর নয়নে হৃদয়ে আবেগে
এই আবেগের যা ছিল শেকল, কপাট, বাঁধা সব দিয়েছিলাম ছিড়ে
মিশে গিয়েছিলাম, যাই ছিল তোর চাওয়া তার ভিড়ে, হারিয়ে যেতে চেয়েছিলাম, তোর দেয়া ঠিকানায়, ভেবে দেখিনি সঠিক ছিল কি বেঠিক
কেবল ............................................................
বিন্দু বিন্দু হয়ে মিশে যেতে চেয়েছিলাম তোর হৃদয়ে।
শীতল বাতাস হয়ে তোর চুলের দোলনায়
দুলতে দুলতে, ভুলতে ভূলতে সকল ব্যথা
আকার থেকে নিরাকার হয়ে মিশে যেতে চেয়েছিলাম তোর আবেগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।