পাহাড় নদী সন্ধ্যা তারা আছে সবি ধারা- আমার আমি খুজে ফিরি কোন সে পথ হারা!
জীবনের বাঁকে বাঁকে
হেটে চলা পথে,
স্বপ্নিল চোখ স্বপ্ন দেখে-
বিন্দু তোমাকে ঘিরে।
শোভিত ঝর্ণা, ন্সিগ্ধ হাওয়া
কূল কূল ধ্বনি, কণ্ঠ কোকিলা,
স্বচ্ছ শিশির, সবুজ ঘেরা
আকাশের নীল, জোৎন্সা ধারা-
সবি ম্লান, বিন্দু তুমি অতোলনীয়া।।
বহুরুপ বিন্দু তোমার!
নেই তার কোন শেষ,
সাজ নিজে, সাজাও এ ধরা!
গড় তুমি আপন হাতে
ভেঙ্গে যায় ছলনায়।
নিশ্চলে তোমার নামে স্থবিরতা
তোমায় ঘিরে সচল-
এ জীবন ধারা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।