বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি...
ছন্দময় জীবন পতনের
শুরু আছে কিন্তু শেষ নেই ।
কেননা প্রতিটি ছন্দের মৃত্যু
নতুন আরেক ছন্দের গান
গেয়ে যায়।
যেমন প্রতিটি ভালবাসার মৃত্যু আছে
কিন্তু তা একসময় তা ঘৃনার পর্যায় নেয়ে যায় না ।
প্রতিটি পুকুর জলাশয় নদী
সাময়িকভাবে শুকিয়ে গেলেও
তা মিশে যায় সাগরের সাথে ।
প্রতিটি ঝর্নার ফোটা সাগরে ঝরে পরে,
এবং বিলিন হয় সাগরের সাথে
নিজের একাত্বতা স্বীকার করে নেয় ।
প্রতিটি মেঘ ই মৃত্যুর জন্য প্রস্তুত
একসময় বৃষ্টিই তাকে মৃত্যুর
মুখ দেফায়, কিন্তু সে আবার জমতে শুরু
করে নতুন কোনো মেঘ মালার জন্য ।
তাইতো প্রতিটি নিজস্ব
ভুবন, ভাবনা একাগ্রতা আছে,
কিন্তু তা একসময় মিশে যায়
বৃত্তের সাথে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।