কমলফুল বিমল শেজখানি, নিলীন তাহে কোমল তনুলতা । মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যাথা কাদা–মাটির তৈরি আমি আদমের সন্তান মনন-বদন পাপেই ভরা নাহি কোন সম্মান । জগৎশ্রেষ্ট অধম আমি রবকে দোয়া করি , পেয়েছি এমন রূপসী , যেন মর্তের কোন পরী । গোলাপ ঠোঁটে হাস্না হাসি রজনী চুলের গন্ধ , প্রজাপতির রুপের মোহে অন্ধ আমি , অন্ধ । বিন্দু হাসি , বিন্দু কলাম বিন্দু তোমার নাম , স্বর্গের রানী ! মর্তে তোমায় সুলতানা মানলাম । গর্বে আমার বুক ফাটে না ? পরীর সঙ্গে বাস ! পরীর সোহাগ পেয়ে আমার হয়না সর্বনাশ । ধন্য আমি , হয়েছে আমার পরীর সঙ্গে বাস ! হয় যেন সুখ আমার পরীর বছরের বারো মাস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।