আমাদের কথা খুঁজে নিন

   

লেখালেখির হাতে খড়ি-১

আত্মোন্নয়ন মূলক প্রবন্ধ, কবিতা, অনুবাদ ছোটবেলা থেকে লেখকদের সম্পর্কে উঁচু ধারণা পোষণ করতাম এবং খুব ইচ্ছা ছিল লেখক হবার। কিন্তু লিখতে বসে লেখা বের হতো না, কিছু লিখলে নিজেরই পছন্দ হতো না। ছটফট করতাম। কিন্তু পড়তে খুব ভাল লাগতো। কুয়াশা, দস্যু বনহুর, মাসুদ রানা, শরৎচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ, বিশ্ব ইতিহাস, মনোবিজ্ঞান, দর্শন ইত্যাদি একের পর এক পড়তাম কিন্তু লিখতে গেলে বকলম, কিছুই বের হয়না।

জীবনের অনেক বছর পার হয়ে গেল, ভাবলাম লেখালেখি সবার দ্বারা হয় না। কিন্তু এত পড়া, এত চিন্তা কোথায় যাবে, এগুলো তো ফেলে দেবার নয়। ইতিমধ্যে চলে এল ব্লগের যুগ। খবরের কাগজে চোখে পড়ল http://www.bdtips.com একটি দেশি ওয়েব সাইট যেখানে লেখা পাঠালে আর তা যদি প্রকাশিত হয় তাহলে সন্মানী পাওয়া যাবে, কেউ গ্রেডিং করলেও একাউন্টে টাকা জমা হবে। প্রচন্ড এক্সাইটেড ফিল করলাম।

একটি লেখা সেন্ড করলাম, কিন্তু পাবলিশড করতে দেরি করছিল, ভাবলাম গুড়ে বালি। কিছুদিন পর একটা ইমেইল আসলো bdtips থেকে “Your article has been published.” আনন্দে লাফাতে শুরু করলাম। ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে লাগলাম। কিন্তু মানুষের মন আরও চাই। বিডি টিপসের বেস্ট অথর লিস্টে কবে নাম উঠবে সেই চিন্তা মাথায় আসল।

কিছু কিছু লেখা সেন্ড করলাম এবং পাবলিশড হলো। একদিন দেখি বেস্ট অথর লিস্টে উপরের দিকে ছবি। হকচকিয়ে গেলাম। পরে খেয়াল করে দেখলাম যাদের লেখা মৌলিক না তাদেরকে লিস্ট থেকে বাদ দেয়া হয়েছে। চলবে---- ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.