নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন কয়েক দিন যাবৎ লেখতে আর ভালো লাগেনা । যখন লেখতে যাই নিজের কাছে নানারকম অজুহাত বানাই । তার কিছু নমুনা।
১. ধূর, আমি না লিখিলেও কেউ না কেউ তো লিখিবেই । তো শুধু শুধু লিখিয়া কষ্ট করা কেন।
২. কোন একটা বিষয় নিয়ে লিখবো ভাবতেছি, ভাবিতে ভাবিতে কম্ম সাড়া দেখা যায় অন্য কেউ একজন সেই বিষয় খানা লইয়া পদ্য, গদ্য রচনা শুরু করিয় দিয়াছে।
৩. লেখার পরে কেউ পরবো তো, না পরলে লেখুম কির জন্য।
৪. টাইম নাই, পরে লেখমু ।
৫. লেইখ্যা কি হইবো । হুদাই মানুষ পড়তে আইসা টাইম নষ্ট করবো।
৬. কি বোর্ড চাইপা লিখতে ভালা লাগেনা । তার চেয়ে মাউস দিয়া পড়ি।
আরও বহুত টাল বাহানা করি । তারপর ও কেমতে যেন এই লেহাটা বাইর হয় গেল । আপনাগো যদি কোন অজুহাত থাকে ।
তয় এই পোষ্টো জানায়া যায়েণ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।