বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। লেখালেখি করতে ভালই লাগছে। অনেক গুলো টপিকস মাথায় কিলবিল করছে। কোনটা রেখে কোনটা আগে লিখব বুঝতে পারছি না। তাই আজ বসে গেলাম অগ্রিম সূচীপত্র তৈরী করতে।
যাতে কোন না কোন সময় লিখে ফেলি। কি কি লেখার আছে ভাবা শুরু করি।
১। গল্প সিরিজ
২। মুজিবনগর ভ্রমন
৩।
লালন আখড়ায়
৪। শিলাইদহে রবীন্দ্রনাথের সাথে
৫। রোজা রাখে যে বিড়াল
৬। সুন্দরবনে
৭। প্রথম সাগর দেখার স্মৃতি, পারকী সি বিচ
৮।
কক্সবাজারে
৯। সেন্টমারটিনের সেই দিনটি
১০। ছেঁড়া দ্বীপে মোরা
১১। ফয়েস লেকের ভয়েস
১২। কবি গোলাম মোস্তফার জন্মভিটায়
১৩।
বায়োজিদ বোস্তামির মাজার ও বোস্তামী কুমির
১৪। কি কি দেখলাম চট্টগ্রামে।
১৫। মুকুট রাজার বাড়ি, ঝিনাইদহ,
১৬। রানী ভবানীর রাজবাড়ি নাটোর।
১৭। বাগেরহাটের খান জাহান আলী
১৮। টুঙ্গিপাড়ায়
ওহ খোদা এত লেখা জমে আছে মাথায়! কবে লিখে শেষ করব। শুরু তো করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।