আমাদের কথা খুঁজে নিন

   

এতদিনে বুঝলাম আমেরিকা-ইসরাইল কেন ইরানে হামলা চালায় না?

ইরানে হামলার হুমকির পর হুমকি দিয়ে ৩৩ বছর পার করলো আমেরিকা ও ইসরাইল। কিন্তু হামলা হলো না। এর পেছনের রহস্য বের হতে শুরু করেছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা বলেছিলেন, ইরানের উপর কোনো হামলা করা হলে ইরান প্রথম কয়েক মিনিটেই শক্র ঘাঁটি লক্ষ্য করে ১১ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে । এ বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি আমেরিকা কিংবা ইসরাইলের কাছ থেকে।

দুদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিমান প্রতিরক্ষা ও মহাকাশ বিভাগের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিজাদেহ বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিই ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ফলে, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি কয়েক মিনিটের মধ্যে গুঁড়িয়ে দেয়া হবে। আজকের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সব সামরিক ঘাঁটির খবর ইরানের সেনাবাহিনীর হাতে রয়েছে। তাছাড়া, ইসরাইল ধ্বংসের ক্ষমতাও ইরানি ক্ষেপণাস্ত্রের রয়েছে। হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরানি পার্লামেন্ট ইতোমধ্যে অনুমোদন দিয়েছে।

সম্ভবত এসব কারণেই ইসরাইল ও আমেরিকা যুদ্ধে জড়াতে চাচ্ছে না। কারণ তারা কেবল দুর্বলের ওপর আঘাত হানতে জানে। ওরা শক্তের ভক্ত নরমের যম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.