কত দিন পরে দেখা হল ....
সেই নদীর উপর লোহার পুলটা
এখন বাশের পুল হয়ে গেছে
আর তীরের কিশোর বটগাছে এখন ভর যৌবন।
নদীর জল আছে কেবল তলানি নেই
দু'ধারের হোগলা আর ঝাপটানো নলবনে
এখন আর লাবন্য নেই,,,,,
সেই নদী আর পুলের যৌবন কালে তোমার দেয়া
চিঠিটি আজ খয়ে গেছে..
বেদনায় বিবর্ণ সেই রুমালটাও আজ ফেরারি
তোমার বাড়ীর সাথে পায়েচলা পথটিতে
এখন ইটের বাহাদুরি...
এতদিন পরেও নাকি আমাকে মনে পড়ে তোমার...
এতদিন পরেও নাকি আমার দেয়া চিঠিগুলোই
তোমার ধ্বমনীতে প্রানের স্রোত বহায়...
অথচ এখন আমি এক ব্যস্ততম শহরে
বেগের তাড়নে আবেগ এখন মজা-পচা
ড্রেনে ভেসে বেড়ায়......এতদিনে সেই
ভালবাসাই বুঝি পঁচে গেছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।