স্তব্দ আমি - শুধুই নির্বাক আর কি ই বা করতে পারি অথবা করেছি ত্রিশটি বছর সাময়িক হৈ চৈ , মানববন্ধন কালো কাপড় আর টক শো তে নিস্ফল আস্ফালন তারপর সেই ভুলে থাকা অথবা ভুলে যাওয়া জীবন চলছেই , চলবে ।। অভ্যস্ত আমি দু'চোখ আজ আর ডোবেনা সাগরের লোনা জলে বুক আমার বধ্যভুমির লাশের ভারে নুয়ে আসে না আমি সরে আসি ঘষটে ঘষটে যেমনটি করে আসছি ত্রিশটি বছর ধরে গৎবাঁধা সব সয়ে গেছে আজ চেয়ে থাকি শুন্যতায় - কালো কাক ঠুকরে ঠুকরে খায় শকুনের চোখ ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।