আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণা যখন চলছেই

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

সরকার কিংবা জনগন যাদের কেই বলেন না কেন, সবার নাকের ডগার উপর দিয়ে চলছে নানামুখী প্রতরণা। কেউ কিছুই করতে পারছে না। অথচ যার বিরুদ্ধে এত অভিযোগ সেই কিনা পার পেয়ে যাচ্ছে বার বার!! আজকের (২৭/০২/২০১১) প্রথম - আলো পত্রিকা যারা পড়েছেন তারা হয়ত বিষয়টা খেয়াল করেছেন। আমি বলছি দারুল ইহসান ইউনিভার্সিটি সম্পর্ক এ। আপনারা হয়ত সবাই এর ব্যপারে অবগত আছেন।

তাই ভুমিকাতে না গিয়ে সরাসরি আমার বিশ্লেষণে চলে যাচ্ছি। কিছুদিন আগে শুনেছি দেশে নাকি আরও গোটা ৫০ এর মত ইউনিভার্সিটি করার আবেদন জমা পড়েছে। আমার সংখাটা ভুল ও হতে পারে। কিন্তু এমনই পড়েছিলাম। সরকার এখন এখান থেকে যেগুলা পছন্দ হয় সেগুলাকে মনোনিত করবেন।

এর মধ্যে ঢাকার বাহিরেও বেশ কিছু ইউনিভার্সিটি তৈরি করা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এ তো গেল নতুন গুলো নিয়ে কথা। কিন্তু যেগুলো ইউনিভার্সিটি আছে তার মানই বা কতটুকু তারা ধরে রাখতে পারছে। এই যেমন ধরেন দারুল ইহসান ইউনিভার্সিটি এর কথা।

বহুবার এই ইউনিভার্সিটিকে নিয়ে নানারকম ঘটনা আমরা পড়ে এসেছি পত্রিকার পাতায়। অথচ সবাইকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে এই দারুল ইহসান ইউনিভার্সিটি চলছে পুরোদমে। যা অনেকেকেই অবাক করেছে। আশ্চর্যজনক হলেও সত্যি যে এই ইউনিভার্সিটি এর প্রায় শতাধিক ক্যাম্পাস এখন সারাদেশে আছে। ঢাকার বাহিরের ক্যাম্পাস গুলো বৈধ না হলেও সমানে চলছে এর কার্যক্রম।

বেশ কয়েকবার নোটিশ দিয়েও এসব শাখা বন্ধ করা যায় নি। পরিচালনা কমিটির সচ্ছতাও এখানে নেই বললেই চলে। কারণ যারা কমিটিতে আছেন তারা ইচ্ছা মত ঢাকা কিংবা ঢাকার বাহিরে শাখা পরিচালনা করছেন নিজের উদ্দোগে। আমার এখানে প্রশ্ন হল তাদের কাছে যারা এখানে পড়াশোনার জন্য আসেন। এত বার বার মানা করার পর ও দেশের মানুষজনের টনক কেন নড়ছে না?? নিজের কিংবা পরিবারের সদস্যদের কেন এরকম বিতর্কিত ইউনিভার্সিটি তে পড়তে পাঠানো হচ্ছে?? এতে কি আপনাদের ক্ষতি হচ্ছে না?? নাকি আপনারা শুধু ডিগ্রী নিয়েই সন্তুষ্ট থাকতে চান আর তাই এরকম জায়গায় ভর্তি হতে যান?? আপনারা আপনাদের কষ্টের টাকা জলাঞ্জলি দিয়ে এমন কি শত শ্রম বিসর্জন দিয়ে যখন শুনবেন যে যেখান থেকে পাশ করেছেন তার কোন মূল্য নেই এমন কি সেই ইউনিভার্সিটি এর কোন বৈধতা নেই, তখন আপনাদের কেমন লাগবে?? আপনারা তো প্রতি পদে পদে প্রতারিত হচ্ছেন?? আর কত প্রতারিত হবেন?? তাই সময় হয়েছে সচেতন হওয়ার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।