আমাদের কথা খুঁজে নিন

   

নান্দনিক ফুটবল খেলে শিরোপা স্পেনের

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই নান্দনিক ফুটবল খেলে শিরোপা স্পেনের প্রস্তুতি ম্যাচের প্রথম তিনটি ম্যাচ হেরে শুরুটা একদম ভালো হয়নি বুফনের দল ইতালির। কিন্তু মুল মঞ্চে আসতে না আসতেই নিজের ফিরে পেতে শুরু করে আজ্জুরিরা। সামনে থেকে ভালোই নেতৃত্ব দিচ্ছিলেন বুফন। বাকি ঘটনা সবার জানা, কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে হারিয়ে দেয় ইংলিশদের, সেমি-ফাইনালে যেন খোলস থেকে বেরিয়ে পরে বালোটেল্লী ও পিরলে টুর্নামেন্ট থেকে বিদায় জানিয়ে দেয় ইউরোর অন্যতম ফেবারিট জার্মানদের। ফুটবলবোদ্ধাসহ সকলের প্রত্যাশাটা ছিল ফাইনালেও হয়তো কিছু একটা করে ফেলবে আজ্জুরিরা।

কিন্তু বাধা হয়ে দাড়ায় বর্তমান বিশ্বের সেরা দল স্পেন। ফাইনালের গল্পটা শুধুই স্পেনের। ম্যাচের শুরু থেকেই চেপে ধরে আজ্জুরিদের। জাভি, ইয়েনেস্তা, পিকে, ফ্যাব্রিগাস খেললো অদম্য বার্সেলোনার ছন্দে অসংখ্য নিখুদ পাস আর নান্দনিক ফুটবলের সাক্ষী করে রাখলো গোটা স্টেডিয়ামকে। আর গোলপোষ্ট আগলে রেখে ছিলেন বিশ্বে সেরা গোলকিপারদের মধ্যে আন্যতম ইকার ক্যাসিয়াস।

আর শেষ ২০ মিনিটে টোরেস যা করলেন তা সত্যিই অসাধারন। ইতালিয়ানদের আক্রমন করার চেয়ে রক্ষনভাগ সামলাতেই যেন বেশি ব্যাস্ত দেখা গেল। ফলাফল স্পেন ৪ : ইতালি ০ ধন্যবাদ স্পেন দলকে সুন্দর ফুটবলের জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.