ইমরোজ
নান্দনিক এক মেঘের খাজে,
বজ্রসম নূপুর বাজে,
তোমার চোখে চোখ।
কল্পতরুর অলস হাসি,
নাচছে আলোয় সর্বনাশি,
তোমার চোখে চোখ।
সমুদ্র তার উচ্ছ্বল প্রাণে,
ঢেউ তুলে অন্য পাড়ে,
পর্বত তার মেঘরাশি,
শূন্যে ছুড়ে বাজায় বাঁশি।
স্বপ্নলোকের কাছাকাছি, আমরা দুজন বসে আছি,
এইখানে এক নখের আঁচড়,
লিখলো অলস তোমার নাম।
বৃষ্টি হঠাৎ ভেজায় নগর,
মোমের আলোয় জ্বলে উঠে তোমার দুটো চোখ।
যাচ্ছে-তাই অন্ধকারে
তোমার চোখে চোখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।