যুক্তরাষ্ট্র। আমেরিকা নামেই বেশির ভাগ মানুষের জানাশোনা। সমরশক্তিতে সেরা এই রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক বৈচিত্র্যের অনন্য উদাহরণ ফ্লোরিডার টেম্পা শহর। আধুনিক এ শহরের বিকাশ নতুন করে স্বপ্ন দেখিয়েছে বিশ্ববাসীকে।
যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে আবাসন ব্যবস্থার খাত উন্মুক্ত করে সমুদ্র তীরের দিকে ছুটছে মানুষ। টেম্পা শহরটিও 'টেম্পা বে' ঘেঁষে বেড়ে উঠেছে। আধুনিক নগরবিদদের পরিকল্পনা মাফিক এগোনো এই শহরটি ফ্লোরিডার তো বটে, পুরো আমেরিকার অন্যতম আধুনিক শহরগুলোর একটি। টেম্পা সমুদ্র তীরের পুরনো অধিবাসীদের সঙ্গে তাল মিলিয়ে এখন অন্য শহর থেকেও মানুষ ছুটে আসছে এই শহরে বসবাসের জন্য। স্প্যানিশদের হাতে শহর হিসেবে যে শহরের গোড়াপত্তন হয়েছিল সেটি এখন বৈদ্যুতিক বাতির ঝলকানিতে বিস্ময় জাগায় শহরের পর্যটক ও অধিবাসীদের।
ধীরে ধীরে এই শহর যত বিস্তৃতি লাভ করেছে ততই চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে সমুদ্র তীরে বসবাস কীভাবে লম্বা সময় ধরে সম্ভব হবে। নগরবিদদের সামনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ ছিল না। কিন্তু সমুদ্রকে রুখে দিয়ে উন্নত নগর পরিকল্পনার জয় হয়েছে এ শহরের ক্ষেত্রেও। টেম্পা এখন সমুদ্র তীরে আধুনিক শহরের অন্যতম উদাহরণ। টেম্পা বে এরিয়ায় প্রতিনিয়তই এই শহরের সম্প্রসারণ ঘটছে।
বর্তমানে সমুদ্র তীরের এই শহরে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বসবাস করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।