প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
নান্দনিক রাত্রি
শাফিক আফতাব................
বিরতীর পর যখন কাছে আসো, সুবাসে বাতাসরা ম ম করে
কী এক গভীর অনুভূতি আর পুলকের পশরা তখন মনের ভিতরে
মনে হয় এই বুঝি কিছু পেয়ে পেরুবো নক্ষত্রের সীমানা
মনে হয় কোথাও আামার আজ হারিয়ে যাবার নেই মানা।
পাপড়িঁ নেই, লতা নেই পাতা নেই,তবু তুমি কেনো সুগন্ধি ফুল
তোমার স্পর্শেই নদীরা বয়, তারা জ্বলে, স্রোতের বেগ প্রতুল
তোমার জন্য পৃথিবীর মৃত্তিকার হয় চাষযোগ্য ভূমি
পৃথিবীর নদী নক্ষত্র বৃক্ষ পরিপুষ্ট তোমার শরীর চুমি।
এই তুমি যখন বিরতীর পর এসে সামনে আসো ডাইনিং টেবিলে
আহা কী সুস্বাদু খাবার, তোমার আস্বাদে ভরে যায় বুভূক্ষু মন
কী যে উষ্ণতা, আতরের সুবাস ভোরের নদীর জলে
তুমি থাকো বলে, বাতাসরা নিদ্রাহীন, তারাদের নিয়ে জাগে গগণ।
বিরতীর পর কাছে এলে তোমারে অধ্যয়নে আমি নিমগ্ন ছাত্র
তোমাকে পাঠ ছাড়া আর কিছু থাকেনা, থাকে শুরু মধুরাত্র।
২৮.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।