আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ বয়সটা বেড়ে যায়

ভাবতে ভাবতেই একসময় হারিয়ে যেতে চায় ভাবনার জগতে ফিরিয়ে দাও আমার শৈশব, ধুলোমাখা, কর্দমাক্ত, ক্লান্তিহীন দিন; গা ঘিন ঘিন করা অসহ্য ধুলিকণা, মায়ের বকুনিতে স্নান করা, বাবার কানমলা খেয়ে বাড়ি ফেরা। ফিরিয়ে দাও আমার কৈশোর, বিলের ধারে, নদীর পাড়ে, গলা ছেড়ে গাওয়া গান, ছিল আড্ডাবাজির প্রাণ, আর প্রেম জাগানিয়া বান। দুরন্ত এক বয়স ছিল, কৌতুহলের ভান্ড ছিল, সেই ভান্ড হতে চুরুটে দিলাম টান, শুরু হল প্রথম নেশা, প্রথম প্রেম; প্রথম মান-অভিমান। এখন হতে অনেক পরে, অনেকজনের কাছে, ভান্ড হাতে ভিক্ষা চাব, ছেলেবেলা ফিরে পেতে; পারবে কি ভাই!! আমায় ফিরিয়ে দিতে। অতীত কাঁদায়, অতীত হাসায়, অনেক বলে লোকে কথা, আমি বলি ভাই, যাই করুক না; মুছেতো দেই ব্যাথা, এটাইতো সান্ত্বনা। ধরণী একদা বলবে ছুটি, লইব চির বিদায়, থাকবে না তো কিছুই করার, হাহাকার করে বলব শুধু, দাদা, বয়সটা বেড়ে গেল অযথাই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।