মাস্টার মশাইয়ের শেখানো
বুলিতে পরিচিত হয়েছিলাম
মানুষ একটি সামাজিক জীব।
ক্লাস থ্রীতে সমাজ বইয়ের সাথে
পরিচিত হতে গিয়ে চোখে যখন
পড়ল সমাজ কাকে বলে,
তখন পুনরায় পরিচিত হলাম
মানুষ একটি সামাজিক জীব।
এরপর বড় হয়েছি নিজেও অনেক
দেখেছি চারপাশটা বড় হতে।
দেখেছি সমাজ আর তার সামাজিকতা।
দেখেছি সমাজ আর সামাজিকতার আগে
কিভাবে ''অ'' অক্ষরটা যুক্ত হয়ে
অসামাজিক হয় কথায় কাজে এমনকি লেখায়।
তবুও পরিচয় দিয়েছি একজন মানুষ হিসেবে
মানুষ একটি সামাজিক জীব।
কতগুলো মানুষ একত্রে মিলে
কিছু প্রথা , কিছু কথা, কিছু ভুল
কিছু ঠিক, কিছু যোগ ,কিছু বিয়োগ
কিছু সঙ্কোচন, কিছু প্রশমন,
কিছু সামনে, কিছু পেছনে
নিয়ে এসে একটি অবকাঠামো যখন
দাড় করিয়ে দিলেন তখন থেকেই সমাজ।
অসামাজিকের কোন স্থান নেই নাকি সমাজে!
কিন্তু যখন অধিকাংশই অসামাজিক হয়ে যায়।
যখন মননে মানসিকতায় হয়ে যায় অসামাজিক
আর লেবাসে থাকে সামাজিক তখন সমাজ
ও সামাজিকতা সেই মৃত জলহীন
শামুকের মতই তার অবস্থা।
শুধু খোলস আর খোলস।
আমরা অধিকাংশই বেঁচে আছি
পরিপূর্ণভাবে অসামাজিক হয়ে
সামাজিকতার খোলস চাপিয়ে।
''সমাজ''
বই, সেমিনার আর ভাষণেই তোমার এখন
সঠিক জায়গা। এখানে নয় কোথাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।