বিদ্রোহী মন আমার জেগে উঠে প্রতিনিয়ত, সব বাধা ভেঙে আবার গড়তে মন হতে চায়না বিরত। মোরা চলছি নাতো সমাজ মাঝে, চলছিতো এক উড়াল ভ্রষ্ট চাকায়, যার গতি আছে দমও আছে, শুধুই তার মুখটা নাহি দেখায়। যে যাচ্ছে নিয়ে হাজার পথে, কেউ জানে কি তার কিছু, তবুতো সব অন্ধ হয়ে, মাতাল হয়ে ছুটছে তারই পিছু। কতজনেই খাচ্ছে হোচট আবার কতজনেই দেয়। বলেন কেউ কি রাখে কারো খবর, আজ ভাবছে সবাই নিজেরতো হবেই। মোদের সমাজ কেমন চলবে কেউ কি ভাববে না? কে থামাবে এই ভ্রষ্ট চাকা কেউ কি হবেনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।