দেশের বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ওপর যে অন্যায় আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে দেশের ১৬ কোটি মানুষের সোচ্চার আওয়াজ তোলা উচিত। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। খবর ইউএনবি। কামাল হোসেন বলেন, ‘শেয়ারবাজার কারসাজি, দুর্নীতি, বিদ্যুত্, পানি, গ্যাস ও আইনশৃঙ্খলা রক্ষাসহ এত সমস্যা থাকতে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস কেন সরকারের মাথাব্যথার কারণ হলো—এটা আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’ এই সংবিধান প্রণেতা আরও বলেন, অন্ধকারের কাছে জাতি কখনো আত্মসমর্পণ করেনি। যেকোনো অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ করা আমাদের জাতীয় ঐতিহ্য। আলোচনায় সভায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, বিশিষ্ট কলামিস্ট সাদেক খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।