আমাদের কথা খুঁজে নিন

   

ইউনূসকে বিএনপিতে যোগ দেয়ার পরামর্শ



হঠাৎ কি যেন হয়ে গেল বিএনপির রাজনীতিতে । মনে হয় ওরা জামাত ছাড়া বড় একা অনুভব করছে নাতুবা কোন অজানার অপেক্ষায় আছে । নেই তাঁদের সেই মির্জাফখরুল মাকর্া বড় বড় ঝাড়ি মেরে সরকারকে ভয় দেখানোর অপঃতৎপরতা, নেই কোন দিক নির্দেশনা । তাদের সেই শুণ্য স্থান আজ পুরণ করিতেছে ড. মোঃ ইউনুস সাহেব । তিনি এখনো র্ভদো ভাষায় এবং সহজ সরল কৌশলে সরকারকে ভয় ভীতি প্রদর্শন করিয়া যাইতেছেন ।

কিন্তু কোন লাভ হচ্ছে না । তিনি জানেন না যে, একজন সাধারন মানুষ রাজনীতিতে প্রবেশের পূবর্ে একশত পয়ত্রিশটি বান্দরের কলিজা ফ্রাই আর শতেক দূইশের বেশী শিয়ালের মগজের "ব্রেইন সূ্যপ" খাইয়া তার পর পলিটিক্সের ময়দানে নামে ।  পূর্ণ রাজনীতিবিদ হইতে হইতে তাদের আরও অনেক বৎসর লাগে । রাজনীতিবিদগন  সর্বপ্রকার পরিবেশের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখেন । যেমন ধরেন পুলিশের মাইর, পাবলিকের দৌড়ানি আর মামলা মোকদ্দোমা মাথায় লইয়া রাত্রে রাত্রে পালাইয়া বেড়ানো ইত্যাদি ইত্যাদি ।

তাই বলে কি ভর্দো লোকেরা রাজনীতি করবে না । হ্যা ! করবে, অবশ্যই করবে । তবে একটা পার্থক্য আছে, রাজনীতিবিদরা রাজনীতি করে দেশকে ভালবেসে(সেই ফাঁকে দূই একটা টেন্ডার টুন্ডার ড্রপ করে নিজের জন্য কিছু কাম বাগীয়ে নেয়) আর ভর্দো লোক রাজনীতিতে আসার আগেই যদি নিজের লক্ষ্য বস্তু ঠিক করে আসে সেখানে দেশের বারোটা তেরোটা বাজলেও ভর্দো লোকের কিছু আসবে যাবে না । দেশের লোকেরা না খেয়ে থাকলেও তার চিন্তার কিছু নাই (দেশের মানুষ যত বেশী গরীব থাকবে তার ব্যবসা ততই ভাল চলবে) । দেশের সন্তানদের পড়ালেখা বিঘ্নীত হলেও তার টেনশনের কিছু থাকবে না ।

যা খুশী তা হউক মিরপুরের দশতলা বিল্ডিংটা আমার চাই-ই-চাই । দেশের মানুষ আগের মত এত বোকা আছে বলে মনে হয় না । বিএনপির উষ্কানিতে(সমর্থন) যদি কাম হইত তবে আজ বাংলাদেশের প্রধান বিরোধী দল থাকতো হেফাজতে ইসলাম আর সরকারে থাকতো জামায়াতে ইসলাম(৫ই মে, ২০১৩ বিকালে কিছুক্ষনের জন্য আমার এমনটাই মনে হয়েছিলো) । কিন্তু যদি এমন র্ভদ্র লেবাস ধারী হোয়াইট কলার লোকেরা আমাদের রাজনীতিবিদদের নিয়ন্ত্রন করতে চায় তবে কি কোন দিন পারবে? পারবে না । এত কিছু বুঝার পরেও আরও অপমান সহ্য করার অপেক্ষায় থাকা ইউনুস সাহেবের মত ভদ্রো লোকদের মানায় না ।

উড়তে উড়তে শুনা যায়, বর্তমানে ঊনি আর কিছুই না শুধু মাত্র দাতাগোষ্ঠির প্রেসক্রীপশান বাস্তবায়নের একটা নিমীত্ব মাত্র । সংবাদের লিংকঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.