মনের আনন্দে অথবা মনন যন্ত্রনায় মনন কথা লিখি নিশিদিন.......... কিঞ্চিত হলেও টের পায় মহাসাগর কোথায় হতে দূষিত জল কোথায় গড়াচ্ছে তবুও কি তার না বোঝার ভান চলে? মহাসাগরের মুখেই যদি নিঃসৃত হয় -না তো কোথাও দূষণ হচ্ছে না তাহলে অবস্থা আমাদের আক্কেল গুড়ুম! কিন্তু দূর্ভাগ্যের ব্যাপারটি হল ইদানিং তাই শোনা যাচ্ছে! অথচ আমি এবং আমরা দেখছি দূষিত খালগুলো কালো দুর্গন্ধময়! এই দূষিত জলেরা গড়িয়ে গড়িয়ে গতকাল থেকে আজ অবধি মিশছে কোথায় সে খবর কি এখনও অজানা আছে কারো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।