তুমি যেদিন প্রথম বলেছিলে
ভালোবাসি তোমায়।
আমার কাছে তা একটি শব্দ
হয়ে থাকে মনের কোণায়।
পথ চলায় কথা বলায়,
অনেক কথার ভিড়ে।
আমি শুধুই সত্য খুঁজি ভালোবাসি
শব্দটি ঘিরে।
সে তোমার মন অনুক্ষণ
অনেক স্বপ্নের তরী।
বয়ে চলে নির্দ্বিধায় আপন এক
চাবি দেয়া ঘড়ি।
চলতে চলতে হঠাৎ থেমে যায়
সামাজিক বাস্তবতায়।
টিকটিক শব্দ করে
জানিয়ে দেয় সত্য।
মিথ্যা দিয়ে মহৎ কিছুই
হয় না, হয় কথ্য।
এ কথ্য ভালোবাসি শব্দটিই
পৃথিবীর যত্রতত্র।
আবর্জনার মতই দূষিত করছে
মানব জীবন একচ্ছত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।