আমাদের কথা খুঁজে নিন

   

জ্যোৎস্না ভরা রাতে

আমার না বলা যত কথা জ্যোৎস্না ভরা রাতে কেন বাইরে এলে? আকাশে বসেছে তারাদের মেলা অশান্ত পৃথিবীর বুকে রূপোলী জল ঢেলে পৃথিবীকে জলস্নাত করছে--- বিশাল পৃথিবীর বুকে একটি তারা থরোথরো কাঁপছে তোমার শাড়ির ভাঁজে মুখ লুকাচ্ছে--- ও’ভাবে তাকিয়ে কি দেখছ? বুকের তাজা আবেগ দিয়ে গেঁথেছি যে সবুজ মালা তাকে ফেলে একলা কোথায় যাচ্ছ? কেন তাকিয়ে আছ ভাষাহীন- নিস্তব্ধ পাথরের মতো? আকাশে তারাদের মেলা- পৃথিবীর বুকে প্রেম জ্বালা; বাতাসে হৃদয় দোল খাচ্ছে--- তোমার শাড়ির ভাঁজে থরোথরো তারাটি কাঁপছে কেন ছেড়ে যেতে চাইছ, মিলনের মধুক্ষণ কে ঠেলে বিরহরের স্তব্ধতায়? আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে তোমার মাতাল স্পর্শের অনুভব; জেগে উঠি আমি স্তব্ধতাকে ছাপিয়ে; জেনে গেছি - বুঝে গেছি তারারা কেন বুকে কাঁপন লাগায়, পৃথিবী সাজে রূপোলী আলোর ছটায়। চঞ্চল আর তিব্র উত্তেজনায় আমাকে টেনে নিয়ে যায় দূর হতে কাছে আরো কাছে--- তবে কেন ছেড়ে যেতে চাইছ, মিলনের মধুক্ষণ কে ঠেলে বিরহের স্তব্ধতায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।