আজকে রাতের জ্যোৎস্না
মনকে টেনে নিয়ে গেল
অনেক দূরে।
সেই স্মৃতির কাছে
যা ভুলে ছিলাম এতোটা দিন।
নিয়ে গেল সেই ছোটোবেলার
জ্যোৎস্না কাছে।
সেই ভরা জ্যোৎস্না ।
সেই দিনেরআলোর মত রহস্যময় জ্যোৎস্না কাছে।
আহ ! কতদিন দিনের আলোর মত সেই ভরা জ্যোৎস্না দেখিনা।
সেই ভরা জ্যোৎস্না,
যেখানে খেলতাম র্যাকেট অথবা ফুটবল কিমবা গোল্লাছুট,
ছুটোছুটি কোরে ধরতে চাইতাম জ্যোৎস্নাকে।
আজ রাতের জ্যোৎস্না নিয়ে গেল সেই জ্যোৎস্না কাছে।
সেই জ্যোৎস্না জন্য মনটা হাহাকার করে
ইস! ফিরে পেতাম যদি সেই জ্যোৎস্না ভরা রাত।
যান্ত্রিক নগর আজ কেড়ে নিয়েছে ছোটবেলার সেই জ্যোৎস্নাকে।
আর কি ফিরে পাবো সেই জ্যোৎস্নাকে?
তুমি আবার ফিরে এসো
হে ভরা জ্যোৎস্না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।