আমাদের কথা খুঁজে নিন

   

"জ্যোৎস্না রাতে"

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । জ্যোৎস্না রাতে তোমার হাতে রেখে আমার হাত, ভিজব দু'জন প্রাণের আলোয় দেখব সোনার চাঁদ । আকাশ ভরা গুনব তারা মনে রেখে মন, তারার ভিড়ে হারিয়ে যাব কাটবেনা তো ক্ষণ ।

জোনাক পোকার মিষ্টি আলোয় খেলব লোকোচুরি, দু'জন মিলে হারিয়ে যাব হয়ে নাটাই ঘুড়ি । ফিরবনা আজ কথা দিলে তুমি শুধুই আমার, রাত্রি জেগে আঁকব স্বপণ ভাসব মনে তোমার । ঘরে মোরা ফিরবনা আজ রাত পোহালেই ভোর, সদাই আসুক এমন নিশি নিয়ে নতুন সুর । তোমার কোলে মাথা রেখে যাব ঘুমের কুলে, তোমার হাতের কোমল পরশ কষ্ট দিবে ভুলে । এসো বাঁচি দু'জন মিলে হাতে রেখে হাত, এক আশাতেই বাঁচব দু'জন কাটুক শত রাত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।