জ্যোৎস্না বিলাপে ভেংগে গেছে ঘুম
চাঁদবুড়ী শুধু ডাকে আয় আয় ।
মশারী পালকে বেঁধে নিয়ে জীবন,
তুমি শুধু ঘুমাও নিঃঝুম।
জানালা খুলে দেই,
তবু জ্যোৎস্না ঢোকেনা আমার ঘরের ভিতর।
অন্ধকার যতো আছে এই পৃথিবীতে,
মশাময় রূপে ঘিরে ধরে আমাকে।
আর আমি যেনো এক রাত জাগা পাখী
শুধু ভোরের স্বপ্ন দেখি।
গুন গুন গানে ভাসে ভোরের আগমনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।