যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। সবাই হাসির জয়গান গায়। কেউ বলে, "হাসি সর্বরোগের ঔষধ" আবার কেউ বলে, "সদা হাসিমুখে থাকুন, সুখী হউন" কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা বলে, কাছের মানুষজন ছাড়া অধিকাংশ মানুষই হাসিকে, হাসিমুখকে ঠিক ভালোভাবে নেয় না! তারা দেখতে চায় গম্ভীর গোমড়া serious মুখ। এর কারণটা কী হতে পারে? ঈর্ষা, ভয়? আমার কাছে ঠিক clear না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।