আমাদের কথা খুঁজে নিন

   

সব শেষে অনাকাঙ্খিত মুক্তি

যা করি স্বপ্নেরও অতীত, বাস্তবতার স্পর্শবিহীন। আমি আজ শেষ থেকে শুরু করে নিজেকে খুঁজি, সমাপ্তিতে আমার শুরু- আমি ব্যর্থতার ম্যুর্ত প্রতীক। তোমার মাঝের সকল চাওয়া পূরণ করতে না পেরে আমি ব্যর্থতার কালিমা এঁকে নেই আমার অবয়বে। নিজের যত চাওয়া ছিল তার কথা তাই বাদই দিলাম। নিজের যত স্বার্থপরতা তোমার কাছে জানিয়ে দিলাম। তুমি খুব মহান বলে আমাকে আজ মুক্তি দিলে। চাই নি আমি মুক্ত হতে....। অনাকাঙ্খিত মুক্তি আমায় সুখ এনে দেয় না, দেয়- বুকভরা যন্ত্রণা আর ধ্বংসের দরাজ আহ্বান- আমি তাই ধীরে ধীরে নি:শেষ হয়ে যাই বেলাশেষের এমন মুক্ত বাতাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।