আমাদের কথা খুঁজে নিন

   

বিপদের সময় তালা খোলার সহজ পদ্ধতি

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা বাইরে থেকে এসে বাসায় ঢুকতে গিয়ে দেখলেন তালার চাবিটা নাই কিম্বা বাসায় ঢুকার চাবিটা হারিয়ে গেছে কিম্বা চাবিটা কোথায় রেখেছেন খুজে পাচ্ছেন না কিম্বা কোন কারনে দরকারি চাবিটা আপনার কাছে নেই কি করবেন? আপাতত কাজ চালানোর অন্তত তালাটা খুলতে হবে অতি সহজেই একটু চেষ্ট আপনি তালাটা খুলতে পারবেন আমি ছবি সহ তালা খোলার পদ্ধতি দিয়ে দিলাম কি কি লাগবে ১। টেনশন রেন্চ যেটা আপনি কলমের খাপে লাগান স্টিলের পাত কাজে লাগাতে পারেন, অথবা যে কোন পাতলা শক্ত পাত কলেও হবে ২। লক পিকার যেটা আপনি পেপার ক্লিপ, শক্ত তার দিয়েও কাজ চালাতে পারেন এইবার কাজ শুরু করা যাক প্রথমে টেনশন রেন্চ বানানোর জন্য স্টিলের পাতটি L এর আকৃতি দিবেন, যেটা আপনাকে চাবির কাজ দিবেন এরপর লক পিকার বানানোর জন্য পেপার ক্লিপটাকে সোজা করে মাথাটা অল্প একটু বাঁকা করতে হবে, যেটা আপনাকে লক পিলারের কাজ দিবে ব্যাস তালা খোলার জন্য আপনি প্রস্তুত কিভাবে খুলবেন প্রথমে টেনশন রেন্চটি তালার ফুটার মোটা অংশের দিকে ঢুকান এবং চাবি খুলার মত হালকা চাপ দিতে থাকবেন এরপর লক পিকারটি দিয়ে তালার ফুটার পাতলা অংশের দিকে ঢুকিয়ে সামনে পিছনে খোচাতে হবে (লক পিকারের হাল্কা বাঁকানো অংশটি যেন তালার ফুটার পাতলা অংশের দিকে থাকে) এভাবে লক পিকার দিয়ে কিছুক্ষন খোচাবেন এবং টেনশন রেন্চটি হাতের বুড়া আঙুল হাল্কা চাবি ঘুড়ানোর মত চাপ দিতে থাকবেন হঠাৎ দেখবেন তালাটি খুলে গেছে ভিডিও টি দেখলে এবং আগে কিছুক্ষন প্রাকটিস করলে তালা খোলা আপনার কাছে কোন ব্যাপারই না আমি সমস্যায় পরেছিলাম এবং এইরকম সমস্যায় আপনারাও নিশ্চয় পরেছিলেন, উপায় জানা থাকলে খুব সহজ হত। ** সব কিছুরই ভাল মন্দ দিক আছে, মন্দ দিকে না যাওয়ার অনুরোধ রইল**  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.