আমাদের কথা খুঁজে নিন

   

বিপদের পর বিপদ! কারোও বৈশাখ, কারোও বিপদের ডাক!!

ভাবতেসি!
কাল সকালে কি পাপ করেছিলাম যে দিনটা এমন যাবে! সকাল ১১টার দিকে গেলাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দিকের এক বন্ধুর আহবানে। দুপুর ২ টা পর্যন্ত সেখান থেকে গেলাম চারুকলায় বন্ধুদের সাথে দেখা করতে। আসার পথেই যত বিপত্তি ঘটলো। শাহবাগ থেকে হেঁটে এসে কাঁটাবনে সামনে থেকে রিক্সায় চড়লাম ফার্মগেট যাবো বলে। ইস্টার্ন প্লাজা পাড় হতেই পেছন থেকে এক সিয়েঞ্জি মেরে দিলো আমার রিক্সা কে।

উলটে গিয়ে কোথায় যে পড়লাম প্রথম মূহুর্তে কিছুই বুঝিনি। হুশ আসার পর দাঁড়িয়ে দেখি গাল বেয়ে দরদর করে রক্ত পড়ছে। চশমার কাঁচ ভেঙ্গে চোখের ঠিক ১ ইঞ্চি নিচে ঢুকে গ্যাছে। সবাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, অনেক রিকোয়েস্ট করার পর ২ ভদ্রলোকের দয়া হলো। আমি শুধু বলতে পারলাম স্কয়ার হসপিটাল।

সাথেই সাথেই আমাকে ২জন ধরে সিয়েঞ্জিতে করে স্কয়ার হসপিটাল এ নিয়ে গ্যাল। হসপিটালে যাওয়ার পর সুযোগ মিললো বাসায় কল করার। হাতে পায়ে ব্যান্ডেজ এবং চোখের নিচে ৪টা সেলাইয়ের ক্ষত নিয়ে এখন বহু কষ্ট করে লিখছি। রিকশাওয়ালা ভাইর কি হলো কোন খোঁজ পাইনি। ফেসবুকে যারা নিয়মিত মেসেজ দিয়েছেন তাঁদের ধন্যবাদ।

সবাই দোয়া করবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.