I am not a complete fool. Some parts have been lost ............ ( tutul00m@yahoo.com)
আর কইয়েন না ভাই, ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে আবার বন্ধ কর্লে গরম লাগে। বহুত কিরিঞ্চির মদ্ধে আছি। বন্যার পানি যখন কমতে থাকে, তখন গোড়ালি পর্যন্ত পানি হৈলে যেমন বিপদ, না যায় হাটা আবার না যা নৌকায় চড়া। এখন আছি ঐরকম অবস্থায়। গরম শ্যাষের দিকে আর শীত শুরুর দিকে।
না যায় ফ্যান চালানো আবার না যায় বন্ধ করা।
কি বিপদের মদ্ধেই না আছি!!! কন, আপ্নিই কন!!!
আরে মিয়া বিপদ কি খালি এইহানে, বিপদ আরো আছে। একটু বৃস্টি হৈলেই ঘরের মদ্ধে শামুক চৈলা আহে। একদিন আন্ধারে একটারে পাড়া মার্ছি। এমন পিছলা, সাবান দিয়া ধুইয়াও যায় না।
পরে গরম পানিতে কতক্ষণ পা চুবাইয়া রাইখা আবার সাবান দিয়া ধুইয়া পরে গ্যাছিলো। আপ্নিই কন, ক্যামন লাগে!!!
বিপদের কি শ্যাষ আছে রে ভাই। আইজকা দুপুরে গ্যাছিলাম গোসল কর্তে। গোসলে ঢুইকা গরম পানি ছাইড়া যেই না শরীর ভিজাইছি অম্নি হিটার থিকা আর গরম পানি আহে না। আগেরজন অনেকক্ষণ গোসল করাতে এই অবস্থা।
কি বিপদ, না পারি বাইড়াইতে না পারি ঠান্ডা পানি দিয়া গোসল কর্তে। আপ্নিই কন, ক্যামন লাগে!!!
একটু যখন কৈছি, তাইলে তাইলে আরেকটা বিপদের কথা হুইনাই যান। আইজকা ডাইল রাঞ্ছিলাম। ডাইল খাইতে গিয়া দেখি ডাইলের উপর অনেকগুলা কি যেনো কালা কালা ভাসে। বাগারের সময় তো এত পিয়াজ দেই নাই, তাইলে এইগুলা কি? পরে ভালো কৈরা দেখি তেলাপোকা।
হালারা সাতার পারে না দেইখা মৈরা আছে। পরে ভাত খাইলাম ডাইল ছাড়া। আপ্নিই কন, ক্যামন লাগে!!!
বিপদের কাছে যাইতে হয় না, বিপদ এম্নিতেই আহে। সন্ধ্যায় ঘুমাইছিলাম। রাইতে উইঠা দেখি পুরা বাড়িতে অমবশ্যার অন্ধকার।
ভাবলাম লোডশেডিং তো হৈবো না। হৈলেতো আগেই মাফ চাইয়া সিটি কাউন্সিল থিকা চিঠি দিতো। তাইলে ঘর অন্ধকার ক্যা!!! পরে হুনি, নতুন ফ্লাটমেট টোস্টারে পাউরুটি দিছিলো। টোস্টারে কি সমস্যা হওয়াতে মেইনসূইচ অফ হৈয়া গ্যাছিলো। পরে রিয়েলস্ট্যাটরে ফোন দিয়া কারেন্ট আবার ঠিক করা হৈছে।
আপ্নিই কন, ক্যামন লাগে!!!
বেনসন নতুন ফিল্টারের সিগারেট বাইর কর্ছে। হালারা ফিল্টারের কাছের দিকে একটু ফাকা রাখছে। শ্যাষের দিকে টান্তে গ্যালে আগুন পৈড়া যায়। ঘুম থিকা উইঠা আন্ধারে বিড়ি ধরাইয়া অনেকক্ষন টাঞ্ছি। শ্যাষের দিকে টান মার্ছি, খাটের উপর আগুন পৈড়া গ্যাছে।
ফাল দিয়া উইঠা আগুন কৈ পর্লো খুজতে গ্যালে, নির্বিকার রুমমেট কৈলো, "আরে আগুন খোজার কি হৈলো, একটু পর বিছানা পুইড়া গেলে এম্নিতেই পাইবি"। আপ্নিই কন, ক্যামন লাগে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।