আমাদের কথা খুঁজে নিন

   

বিপদের বন্ধু ডাক্তারের খোঁজে

দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। বিপদের বন্ধু ডাক্তারের খোঁজে'-এই শ্লোগানটি সাথে নিয়ে চলতে শুরু করেছে অনলাইন মেডিকেল বেইজড ওয়েব পোর্টাল http://www.doctorsbd.com শুধু ডাক্তারের খোঁজ নয় চিকিৎসা সমৃদ্ধ যাবতীয় এই ওয়েব পোর্টালটিতে রয়েছে। বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে জটিল অপারেশন,আবিষ্কার ইত্যাদি সকল বাংলাদেশী ডাক্তার সম্পর্কে সর্বশেষ সংবাদ রয়েছে এখানে। তাছাড়া পোর্টালটিতে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে। যেখানে দেশের সকল মানূষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে।

৩০টি ভাগে বিভক্ত এই পোর্টালটি এমনভাবে সাজানো হয়েছে যাতে খুব সহজে রোগীরা চিকিৎসা সম্পর্কে বিভিন্ন সেবা নিতে পারেন। শুধুমাত্র সঠিক ডাক্তার নির্ণয় না করার কারনে অনেক রোগী বঞ্চনার শিকার হচ্ছে। এই জন্য এখানে রাখা হয়েছে doctors search নামে একটি অপশন। এখানে ৪৮টি বিভাগে বিভক্ত করে ৬৪ জেলার প্রায় ৪শতাধিক ডাক্তারের যাবতীয় তথ্য রাখা হয়েছে। ডাক্তারের নাম,ঠিকান,ফোন নম্বর, কোথায় কখন বসেন এবং ফি কত নেন ইত্যাদি।

এছাড়া কোন কোন ডাক্তার বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে রোগী দেখেন তার নাম ও ঠিকানা। আরো রয়েছে। যেমনঃ অনলাইন এপয়েন্টমেন্টঃ কোন রোগী যদি অনলাইনে রোগীর নাম লেখাতে চান তবে এখান থেকে তা করা যাবে। ডিসকাউন্ট ইনফরমেশনঃ সারা বাংলাদেশে কোন হাসপাতাল, ডায়াগনষ্টিক এবং অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠান, বিনামূল্যে অথবা ডিসকাউন্ট-এ চিকিৎসা করেন তার বিস্তারিত বিবরন। ফ্রি কনসালটেশনঃ কোন রোগী যদি বুঝতে না পারেন তার বর্তমান শাররিক সমস্যার কারনে কোন ধরনের ডাক্তারের কাছে যাবেন,তবে তাদের জন্য এখানে রয়েছে একটি বিশেষজ্ঞ টিম,রোগী তার সমস্যা লিখে পাঠালে ঐ টিম বলে দিবে, কোন ধরনের ডাক্তারের কাছে যাবেন।

অনলাইন প্রেসক্রিপশনঃ এখানে রয়েছে বাংলাদেশের খ্যাতনামা বেশ কিছু ডাক্তার রোগের বর্ণনা সহ রয়েছে একটি প্রশ্নমালা, রোগী এটি পূরন করে পাঠালে ১২ ঘন্টার মধ্যে ঐ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে প্রেশক্রিপশন পাবেন। নিউজঃ বাংলাদেশী ডাক্তারের আবিষ্কার, সকল অপারেশন,কৃতি সহ বাংলাদেশী ডাক্তাদের নিয়ে সংবাদ। ইভেন্টসঃ সারা বৎসর ব্যাপি মেডিকেল বেইজড কোন কোন অনুষ্ঠান কোথায় কোন দিন হবে তার বিস্তারিত বিবরন সহ সর্বশেষ তথ্য। এছাড়াও পাবেন সারাদেশের হসপিটাল, ডায়াগনষ্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যালর্স এর বিস্তারিত তথ্য। ***এখন আসা যাক রোগী এবং ডাক্তারের জন্য কি কি সুবিধা দিচ্ছে এই পোর্টালঃ সারা বিশ্বের সকল জার্নাল এবং সংক্ষিপ্ত বিবরণ এবং ওয়েব লিংক যেখান থেকে ডাক্তাররা খুব সহজেই যেকোন তথ্য জানতে পারবে।

আই ব্যাংকঃ অন্যের চোখে আলো আনার জন্য জাতীয় চক্ষু দান সমিতির সাথে কাজ করছে, চক্ষু দানের জন্য রয়েছে ডোনার ফরম, চক্ষুদাতা যাতে সহজে এটি পূরণ করতে পারেন তার জন্য সম্পূর্ন অংশটি বাংলা করা হয়েছে। ফরমটি পূরন করার ৭ দিনের মধ্যে দাতা যাবতীয় কাগজ পত্র ডাকযোগে পেয়ে যাবেন। ব্লাড ব্যাংকঃ প্রায় দেখা যায় সময় মত রক্ত না দিতে পারার কারনে রোগী মারা যায়। ব্লাড ব্যাংকে পাওয়া যাবে ৬৪টি জেলার রক্তদাতার নাম, বয়স,ফোন নম্বর ইত্যাদি। কিডনি ব্যাংকঃ কিডনি আক্রান্ত রোগী এবং কিডনি দাতার মধ্য সংযোগ করে দেওয়াই এই ব্যাংকের উদ্দেশ্য।

ডাক্তারদের তথ্য রাখাঃ ফরম রাখা হয়েছে এই বিভাগে। এখান থেকে ডাক্তাররা নিজেদের তথ্য নিজেরাই সংশোধন করতে পারবেন। অনেক রোগী যথা সময়ে ডাক্তারের কাছে না গিয়ে রোগের দীর্ঘসূত্রিতা বাড়ায় যার ফলে রোগটি আরো জটিল হয়ে যায়। এই বিভাগের ডাক্তাররা তাদের সাহয্য করার জন্য ১টি ফরম পাবেন। এটি পূরন করে পাঠানোর ৫ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডাক্তারের জন্য একটি ওয়েব পেজ তৈরি হয়ে যাবে।

সঙ্গে নিজস্ব ডোমেইন নেম ও ফ্রি ই-মেইল। এছাড়াও ফার্মাসিউটিক্যাল মেডিক্যাল ইনস্টিটিউট, হাসপাতাল, ডায়াগষ্টিক সেন্টার ও ব্লাড ডোনারদের জন্য আলাদা ফ্রি রেজিস্ট্রেশন ফরম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.